গেইল-টেন্ডুলকারদের ছাড়িয়ে গেলেন সাকিব

আন্তর্জাতিক
গেইল-টেন্ডুলকারদের ছাড়িয়ে গেলেন সাকিব
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৯১ রানের দুর্দান্ত এই জয়ে অনেকাংশে অবদান ছিলো টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।


ব্যাট এবং বল উভয় দিক থেকেই সমানভাবে এদিন নিজেকে প্রমাণ করেছেন সাকিব। ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি বোলিংয়ে এসে ৯ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

দারুণ এই পারফর্মেন্সের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৫০ এবং ৩ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। আর এরই সাথে তিনি টপকে গেছেন সানাথ জয়সুরিয়া, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল ও শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তী ক্রিকেটারদের। 

এখন পর্যন্ত মোট ১৯টি ম্যাচে ৫০ রান এবং একাধিক উইকেট শিকার করেছেন সাকিব। আর তাঁর ওপরে আছেন শুধুই প্রোটিয়া কিংবদন্তী অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২৩টি ম্যাচে একাধিক উইকেট শিকারের পাশাপাশি অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি।

এই তালিকার তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছেন যথাক্রমে জয়সুরিয়া, আফ্রিদি, গেইল এবং টেন্ডুলকার। অবসর নেয়ার আগে জয়সুরিয়া ১৬টি ম্যাচে এই কীর্তি গড়েছিলেন। অপরদিকে ১৫ বার আফ্রিদি, ১২ বার গেইল এবং ১১ বার এই কীর্তি গড়তে সক্ষম হয়েছিলেন টেন্ডুলকার।  

আরো পড়ুন: this topic