|| ডেস্ক রিপোর্ট ||
যুব এশিয়া কাপের সেমি ফাইনালে ভারতকে হারানোর স্মৃতি নিয়ে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। মারুফ মৃধার দারুণ বোলিংয়ে ভারতকে ২৫১ রানে বেধে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় ৮৪ রানের বড় ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করতে হয়েছে বাংলাদেশের যুবাদের।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। এই দুজনের জুটি থেকে আসে ৩৮ রান। এরপর নাটকীয় ব্যাটিং ধসে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩ রানের মধ্যে হারায় ৩ উইকেট। জিসান আউট হন ১৪ রান করে। মোহাম্মদ রিজওয়ান ফেরেন কোনো রান না করে।
ওপেনার শিবলির ব্যাট থেকে আসে ১৪ রান। দলীয় ৫০ রানে বাংলাদেশ হারায় আহরার আমিনের উইকেট। তিনি আউট হয়েছেন মাত্র ৫ রান করে। পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও শিহাব জেমস মিলে যোগ করেন ৭৭ রান। মূলত এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। আরিফুল ফিরেছেন ৭১ বলে ৪১ রান করে।
আর শিহাবের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৫৪ রান। এরপর বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ৪ রান করে ফিরে গেলে বাংলাদেশের হার প্রায় নিশ্চিত হয়ে যায়। রোহানাতদ্দৌলা বর্ষণ আউট করেছেন ও ইকবাল হোসেন ইমন রানের খাতাই খুলতে পারেননি। যদিও একপ্রান্ত আগলে রেখে হারের ব্যবধান কিছুটা কমিয়েছেন পারভেজ রহমান জীবন। তিনি অপরাজিত থাকেন ১৫ রান করে।
এর আগে উইকেটে খানিকটা ঘাস থাকায় টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান। বল হাতে ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধারা প্রথম ওভার থেকেই সুইং পেতে থাকেন। ভারতের দুই ওপেনার আরশিন কুলকার্নি ও আদর্শ সিং সাবধানী ব্যাটিং করতে থাকেন। তবে তাদের জুটি বড় হতে দেননি মারুফ। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের নিচু হওয়া ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আরশিন। তিনি আউট হয়েছেন ৭ রানে।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ভারতের আরও এক উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মারুফের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুশির খান। তিনে নামা এই ব্যাটার আউট হয়েছেন ৩ রানে। পাওয়ার প্লেতে দুই উইকেটে হারালেও ভারতকে টেনে তোলেন আদর্শ এবং উদয় সাহারান। তারা দুজনে মিলে যোগ করেন ১১৬ রান। আদর্শকে ফিরিয়ে জুটি ভাঙেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।
ডানহাতি এই পেসারের বলে বর্ষণের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা আদর্শ। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া উদয়ও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। মাহফুজুর রহমান রাব্বির বলে নিজের উইকেট রীতিমতো বিলিয়ে দিয়ে এসেছেন উদয়। মাহফুজুরের অফ অফ স্টাম্পের অনেকটা বাইরের বল খেলতে গিয়ে বর্ষণকে ক্যাচ দিয়ে ৬৪ রান করা ভারতের অধিনায়ক।
তারা দুজন ফিরলেও আটকানো যায়নি ভারতের রান। প্রিয়াংশু মলিয়া এবং আরাভেলি আভানিস দুজনই করেছেন ২৩ রান করে। শেষদিকে শচীন ধাসের ২৫ রানের ইনিংসে ২৫১ রানের পুঁজি পায় ভারত। এদিকে মুরুগান অভিষেককে ফিরিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন মারুফ। একটি করে উইকেট নিয়েছেন রিজওয়ান ও রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত অনূর্ধ্ব-১৯ দল- ২৫১/৭ (৫০ ওভার) (আদর্শ ৭৬, উদয় ৬৪; মারুফ ৫/৪৩)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ১৬৭/১০ (৪৫.৫ ওভার) (জিসান ১৪, আরিফুল ৪১, শিহাব ৫৪; পান্ডে ৩/২২, মুশির ২/৩৫)