আইসিসির নভেম্বর মাসের সেরা রউফ ও ওয়াট-হজ

সংবাদ
আইসিসির নভেম্বর মাসের সেরা রউফ ও ওয়াট-হজ
হারিস রউফ (বামে) ও ড্যানি ওয়াট (ডানে), আইসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজ জুড়েই পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হারিস রউফ। নিয়েছেন ১০টি উইকেট। আর তাতেই নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

মূলত হারিসের বোলিংয়ে ভর করেই প্রথম ওয়ানডেতে হারের পরও সিরিজ জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। হারিস শেষ দুই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। এমনকি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরষ্কারও উঠেছে তার হাতে। 

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটিং গুঁড়িয়ে তিনি ৫ উইকেট নিয়েছিলেন স্রেফ ২৯ রান দিয়ে। এবার সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন তিনি। পুরো মাস জুড়ে ১৮ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। আর তাতেই পেছনে ফেলেছেন জসপ্রিত বুমরাহ ও মার্কো জানসেনকে।

এদিকে মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট। মেয়েদের ক্রিকেটে এই স্বীকৃতি পাওয়া ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৪২ রান করেছেন তিনি। 

আর তাতেই পেছনে ফেলেছেন  প্রোটিয়া অলরাউন্ডার নাদিনে ডি ক্লার্ক ও বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তাকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে এই ওপেনারের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৭৮ রানের ইনিংস। শেষ ম্যাচেও হেসেছে তার ব্যাট। ৩১ বলে করেছেন অপরাজিত ৫৩ রান।

আরো পড়ুন: প্লেয়ার অব দ্য মান্থ