দেশে ফিরলেন টি-টোয়েন্টি সিরিজজয়ী জাকের-তাসকিনরা

সংবাদ
দেশে ফিরলেন টি-টোয়েন্টি সিরিজজয়ী জাকের-তাসকিনরা
জাকের আলী, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির পুর্ণাঙ্গ সিরিজ শেষ করে প্রায় দেড় মাস পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ২২ ডিসেম্বর সকালে প্রথম ধাপে আসেন জাতীয় দলের ৪ ক্রিকেটার, নাহিদ রানা, হাসান মাহমুদ, জাকের আলী অনিক এবং তাসকিন আহমেদ।

তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। ক্রিকেটারদের মাঝে সবার প্রথমে লাউঞ্জ থেকে বের হন নাহিদ রানা। তার পেছন পেছনই বের হন জাতীয় দলের আরেক পেসার হাসান মাহমুদ।

তাদের পেছন পেছন বের হয়ে আসেন জাকের আলী অনিক। এই ব্যাটারের চোখে মুখে ছিলো প্রশান্তি এবং আত্মবিশ্বাসের ছাপ। সবার শেষে বিমানবন্দর থেকে বের হন তাসকিন আহমেদ। আজ রবিবার বিকেলে এবং আগামীকাল সোমবার সকালে এসে পৌছানোর কথা রয়েছে দলের বাকি সদস্য এবং কোচিং স্টাফদের।

ওয়েস্ট ইন্ডিজে সফরটি বেশ ভালোই কেটেছে বাংলাদেশ দলের। সিরিজের প্রথম টেস্ট হারলেও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ড্র করে বাংলাদেশ। তারপর অবশ্য ওয়ানডে সিরিজে ভালো যায়নি বাংলাদেশের।

পছন্দের ফরম্যাটে তিনটি ম্যাচেই হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ ম্যাচে তিন শতাধিক রান করেও জয়ের দেখা পাননি মিরাজ-তাসকিনরা।

এরপরের গল্পটা শুধুই সাফল্যের। টি-টোয়েন্টিতে বাংলাদেশ একে একে তিন ম্যাচে হারিয়েছে ক্যারিবীয়দের। সাম্প্রতিক সময় তো বটেই, টি-টোয়েন্টি ইতিহাসে এটি নিজেদের অন্যতম সেরা সাফল্য বাংলাদেশের।

আরো পড়ুন: জাকের আলী