
১৭ মে আবারো শুরু পিএসএল, ফাইনাল ২৫ মে
কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর— ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, পিএসএলের দশম আসর পুনরায় মাঠে গড়াবে ১৭ মে থেকে।
কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর— ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, পিএসএলের দশম আসর পুনরায় মাঠে গড়াবে ১৭ মে থেকে।
যুদ্ধবিরতিতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু করতে তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ১৬ মে মাঠে গড়াতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বিপরীতে একই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। চলতি সপ্তাহের দিকে পিএসএল শুরু করতে নিজেদের কাজও এগিয়ে রাখছে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু করতে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট শুরু করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারণা করা হচ্ছে, রাওয়ালপিন্ডিতে হতে পারে পিএসএলের বাকি অংশ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
ভারত যখন পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় তখন রাওয়ালপিন্ডিতে অবস্থান করছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে যাওয়া দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন কঠিন পরিস্থিতিতে বিসিবি যথাযথ সাহায্য করায় সভাপতি ফারুক আহমেদ ও শাহরিয়ার নাফিসকে ধন্যবাদ দিয়েছেন রিশাদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। তবে তারা রাওয়ালপিন্ডি ছাড়ার একটু পরই পাকিস্তানে হামলা চালায় ভারত। এমন খবরে ভয় পেয়েছিলেন রিশাদ। তবে কোনো প্রকার ঝামেলা ছাড়া দুবাইয়ে পৌঁছাতে পারায় স্বস্তি ফিরে পেয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দেশে ফিরে আসছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ তৎপরতায় কাল (১০ মে) বাংলাদেশে ফিরে আসছেন তারা দুজন।
প্রতিশোধ নিতে একের পর এক হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সংঘাতের জেরে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের বাকি অংশ। এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর পরিস্থিতির আরও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে পিসিবি। একই পথে হেঁটে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। তবে পাকিস্তানকে আগেই কথা দেয়ায় ভারতকে না করে দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।
ভারত ও পাকিস্তানের সংঘাতের ফলে ভয়টা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফারুক আহমেদের বোর্ডের চেষ্টায় বিশেষ বিমানে রাতে দুবাই নিয়ে যাওয়া হচ্ছে রিশাদ ও নাহিদকে।
দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান দ্বন্দ্বের প্রভাব পড়ল পাকিস্তান ক্রিকেট লিগেও। শুরুতে পুরো আসর করাচিতে সরিয়ে নেয়ার ভাবনা থাকলেও বিদেশি ক্রিকেটারদের প্রস্তাবে পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সামনেই বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর। কদিন আগেই এই সিরিজ দুটিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দলও ঘোষণা হয়ে গেছে। এর মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনাও ঘটেছে।