আইপিএল আয়োজনের প্রস্তাবে ভারতকে ‘না’ সংযুক্ত আরব আমিরাতের

ছবি: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ফাইল ছবি

কাশ্মীরের পেহেলগামের হামলাকে কেন্দ্র করে সবশেষ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এমন অবস্থায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা হওয়ায় স্থগিত করা হয় পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। তখন থেকেই গুঞ্জন ছিল, নিরাপত্তার স্বার্থে পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে পিএসএল। যদিও পিসিবি চেয়েছিল করাচিতে টুর্নামেন্ট শেষ করতে। তবে পিসিবির এমন প্রস্তাবে সায় দেননি পিএসএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা।
চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান
৮ ঘন্টা আগে
তাদের চাওয়াতেই শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে টুর্নামেন্টটি। প্রতিবেশী দেশ ভারতের ক্রিকেটেও প্রভাব পড়েছে দুই দেশের চলমান দ্বন্দ্বে। ভারতকে পাল্টা জবাব দিতে জম্মুসহ ভারতের সীমান্তবর্তী কয়েকটি স্থানে হামলা করেছে পাকিস্তান। এমন অবস্থায় ধর্মশালায় আয়োজিত হচ্ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তবে নিরাপত্তার স্বার্থে প্রথম ইনিংসের মাঝপথেই ম্যাচটি বাতিল করা হয়।

শুরুতে অনির্দিষ্টকালের জন্য হলেও পরবর্তীতে মাত্র ৭ দিনের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। পিএসএল সরিয়ে নেয়া হলেও আইপিএল কেন স্থগিত করা হয়েছে সেটা নিয়ে জোর আলোচনা চলছে। পাকিস্তানের টেলিভিশন জিও সুপার জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত আইপিএল আয়োজনে রাজী না হওয়ায় বাধ্য হয়ে টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে ভারতকে।
পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ
১০ ঘন্টা আগে
একটি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দ্বারস্থ হয় বিসিসিআই। তবে তাদের পক্ষ থেকে জানানো হয় পিএসএল আয়োজনের জন্য ইতোমধ্যে পাকিস্তানকে ভেন্যু দিয়ে দেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে চুক্তি হওয়ায় পাকিস্তানকে দেয়া কথা রাখতেই আইপিএল আয়োজনে ভারতের প্রস্তাবে রাজী হয়নি সংযুক্ত আরব আমিরাত।
দুবাই কিংবা আবুধাবিতে ভেন্যু না পেয়ে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করতে চেয়েছিল ভারত। এমনকি সেপ্টেম্বরের উইন্ডোতেও আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চেয়েছিল তারা। তবে সেই সময় এশিয়া কাপ থাকায় সেটা সম্ভব হয়ে উঠবে না তাদের জন্য। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সংযুক্ত আরব আমিরাত না করে দেয়ায় সাউথ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করছে ভারত। সবকিছু ঠিক থাকলে আবারও সাউথ আফ্রিকায় হতে পারে আইপিএল।