শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে দেখছেন আকাশ চোপড়া

ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট দল

তাদের সঙ্গে ফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন শ্রীলঙ্কার। তিনি মনে করেন, শ্রীলঙ্কা ভিন্ন ভিন্ন ম্যাচ পরিস্থিতি সামলাতে সক্ষম, যেখানে রয়েছে নির্ভরযোগ্য ব্যাটার, অলরাউন্ডার এবং আমিরাতের কন্ডিশনের জন্য উপযোগী শক্তিশালী বোলিং আক্রমণ। শ্রীলঙ্কা ফাইনালে উঠলে মোটেই অবাক হবেন না চোপড়া।
অধিনায়কত্ব নয় ব্যাটিংয়ে মনোযোগ দিতে সূর্যকুমারকে পরামর্শ রাহানের
২ ঘন্টা আগে
শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে আকাশ বলেন, 'ভারতের বিপক্ষে ফাইনালে অন্য দলটি হতে পারে শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন এই দলের ফাইনালে পৌঁছানোর যোগ্যতা রয়েছে। শ্রীলঙ্কার এমন একটি দল যারা যেকোনো পরিস্থিতিতে খেলতে পারে। এটি একটি ভালো দল এবং আমি এই দলটির ফাইনালে ওঠার পক্ষে আছি। যদি শ্রীলঙ্কা ভালো খেলে এবং ফাইনালে পৌঁছে যায়, আমি মোটেও অবাক হবো না। ফাইনাল ম্যাচ হতে পারে ভারত বনাম শ্রীলঙ্কা।'

আকাশ চোপড়া মনে করেন এশিয়া কাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল শ্রীলঙ্কা। দলটির ব্যাটিং লাইনআপে আছেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। এ ছাড়া দলটিতে আছেন এক ঝাঁক অলরাউন্ডার। দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকা আছেন দলটিতে। পেস বোলিং ও স্পিন বোলিং আক্রমণেও আছে একাধিক বিকল্প।
বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখেন না তাসকিন
১৮ ঘন্টা আগে
শ্রীলঙ্কার শক্তিমত্তার কথা জানিয়ে চোপড়া বলেন, 'শ্রীলঙ্কা সব দিকই কভার করেছে। ওপরে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা, মাঝে আসালাঙ্কা। অলরাউন্ডারের কথা বললে, এই দলে একাধিক অলরাউন্ডার রয়েছে। তাদের কাছে ফাস্ট বোলিংয়ের অনেক বিকল্প আছে, তাই স্পিন বিভাগ আমিরাতের উইকেটে আরও কার্যকর হতে পারে।'
তিনি আরও বলেন, 'তাই এটি একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল। এই দলের বিশেষত্ব হলো, শ্রীলঙ্কায় খুব বেশি সুপারস্টার নেই, কিন্তু রয়েছে এমন ব্যাটসম্যান যারা সংকটে টিকে থাকতে পারে আবার প্রয়োজনে আক্রমণও করতে পারে। শ্রীলঙ্কা দলে আক্রমণাত্মক ব্যাটারও আছে, তার মধ্যে কামিন্দু মেন্ডিস অন্যতম।'