টেস্টে বল হাতে দারুণ সময় পার করছেন ব্লেসিং মুজারাবানি

টেস্টে ১০০ উইকেট নিতে পারা মুজারাবানির কাছে বিশেষ কিছু হবে

২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হলেও প্রায় ৮ বছরের সাদা পোশাকের ক্যারিয়ারে ব্লেসিং মুজারাবানি খেলেছেন মাত্র ১২টি ম্যাচ। যার চারটি খেলেছেন ২০২৫ সালে। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলা চার টেস্টে ১৮.৬১ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। সবমিলিয়ে জিম্বাবুয়ের জার্সিতে মুজারাবানির টেস্ট উইকেটের সংখ্যা ৫১টি। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করতে আরও ৪৯ উইকেট চাই ডানহাতি পেসারের। সেই স্বপ্নের পেছনে ছুঁটে চলছেন মুজারাবানি। জিম্বাবুয়ের পেসার মনে করেন, টেস্টে একশ উইকেট নিতে পারা তাঁর জন্য বিশেষ কিছু হবে।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক