বিসিসিআই

চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান

তুষার দেশপাণ্ড, যুধভীর সিংয়ের সঙ্গে চেন্নাই সুপার কিংসকে টেনে ধরার কাজটা করেছিলেন আকাশ মাধওয়াল। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও চেন্নাইকে টেনে তোলেন ডেওয়াল্ড ব্রেভিস, আয়ুশ মাহাত্র, শিভাম দুবেরা। তাদের সবার ব্যাটে ১৮৭ রানের পুঁজি পেলেও উইকেটে ব্যাটারদের জন্য বাড়তি সুবিধা থাকায় জয়ের যথেষ্ট ছিল না। দুইশর নিচে রান তাড়ায় বৈভব সূর্যবংশী, সাঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল ও ইয়াশভি জয়সাওয়ালের ব্যাটে ৬ উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে মাত্র ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থেকে আইপিএলের চলতি আসর শেষ করলেন স্যামসনরা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক