বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি

আন্তর্জাতিক
বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি
রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সম্প্রতি পেশোয়ার জালমির একটি পডকাস্টে হাজির হয়েছিলেন বাবর আজম। সেখানেই তাকে পছন্দের একটি টি-টোয়েন্টি একাদশ বানাতে বলা হয়েছিল। সেই একাদশে দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে রেখেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

যদিও তার একাদশে জায়গা হয়নি বর্তমান বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলির। এ ছাড়া পাকিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে ২ জন করে ক্রিকেটার বেঁছে নিয়েছেন। আফগানিস্তানেরও একজন ক্রিকেটার আছেন সেই একাদশে। ওপেনার হিসেবে বাবরের পছন্দ রোহিতের সঙ্গে স্বদেশী মোহাম্মদ রিজওয়ান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ফরম্যাটের অনেক অনেক রেকর্ডে ভারতীয় সাবেক অধিনায়কের নাম জ্বলজ্বল করছে। তাই তাকে একাদশে নিতে কার্পণ্য করেননি বাবর। আর পাকিস্তানের বর্তমান দলের অন্যতম সেরা ব্যাটার রিজওয়াজ। তাকেও তাই উপেক্ষা করেননি তিনি।

তিন নম্বরে বাবরের পছন্দ ফখর জামানকে। আর চার নম্বরে তিনি জায়গা রিয়েছেন ভারতের সূর্যকুমার যাদবে। এরপর পেশোয়ার জালমির অধিনায়ক রেখেছেন ইংল্যান্ডের জস বাটলারকে। আরও আছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। অলরাউন্ডার হিসেবে বাবরের একাদশে জায়গা পেয়েছেন মার্কো জানসেন।

স্পিনার হিসেবে তিনি রেখেছেন রশিদ খানকে। বর্তমান বিশ্বে রশিদের মাপের বোলার খুব একটা নেই। বাবরের একাদশে সুযোগ মিলেছে তিন পেসারের। সেখানে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে তিনি বেছে নিয়েছেন মিচেল স্টার্ক ও ইংলিশ পেসার মার্ক উডকে। বাবরের এই একাদশে বিশ্বের যেকোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারে নিশ্চিতভাবে।

বাবর আজমের স্বপ্নের টি-টোয়েন্টি একাদশ-

রোহিত শর্মা, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সূর্যকুমার যাদব, জস বাটলার, ডেভিড মিলার, মার্কো জানসেন, রশিদ খান, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও মার্ক উড।

আরো পড়ুন: বাবর আজম