অবশেষে এই ব্যাপারে খোলাখুলি বক্তব্য দিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর স্পষ্টভাবে জানালেন, এই ম্যাচ এখন আর কোনো দ্বৈরথ নয়। তিনি তুলে ধরেছেন পরিসংখ্যানও।
সূর্যকুমার বলেন, 'আমার মনে হয় আপনাদের এই রাইভালরি (দ্বৈরথ) নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত। স্ট্যান্ডার্ড আর রাইভালরি একই কথা...।'
'আমার মতে যদি কোনো দল ১৫-২০ ম্যাচ খেলে, তার মধ্যে যদি ৭-৭ অথবা ৭-৮ স্কোরলাইন থাকে, তাহলে এটাকে দ্বৈরথ বলা যায়। কিন্তু ১৩-০, ১০-১…আমি জানি না আসল সংখ্যাটা কী। কিন্তু এটা এখন আর রাইভালরি নেই।'
তার বক্তব্যের পেছনে প্রভাব রয়েছে সাম্প্রতিক ফলাফলেরও। ভারতের বিপক্ষে পাকিস্তান শেষ ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে। ২০২১ সালে দুবাইয়ে জয় পাওয়ার পর থেকে জয়বিহীন পাকিস্তান, ফলাফল পাওয়া সবশেষ ছয় ম্যাচেই হার।
গতকালের ম্যাচে পাকিস্তান শুরুটা ভালো করলেও মাঝপথে ছন্দ হারিয়ে ফেলে। ১০ ওভার শেষে স্কোর ছিল ৯১, কিন্তু ইনিংসের বাকি অংশে তেমনভাবে রান তুলতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৭১ রানে থেমে যায় ইনিংস, যা ভারত অনায়াসেই টপকে যায়।
ম্যাচের মোড় ঘুরেছে কোথায় এমন প্রশ্নে সূর্যকুমার জানান, 'আমার মতে ম্যাচের মোড় ঘোরানো সময় ছিল প্রথম ইনিংসের মাঝবিরতিতে। শরীরী ভাষা বদলে গিয়েছিল তখন। সাধারণত দেখা যায়, খেলা পাওয়ার প্লের পর বদলে যায়। কিন্তু আজকে (কালকে) খেলাটা দশ ওভার পর বদলেছে, যখন আমাদের বোলাররা বুঝেছে ওই পরিস্থিতিতে কী দরকার।'