
ভারত-পাকিস্তান দ্বৈরথ আর নেই: সূর্যকুমার
দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে আগের মতো উত্তেজনা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠের লড়াই হারিয়েছে তার চেনা ধার, দ্বৈরথ হয়ে গেছে একেবারেই একতরফা। খেলার চেয়ে বাইরের গল্পই যেন বেশি আলোচনায় আসে। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার রোমাঞ্চ আর আগের মতো নেই, এটা অনেকেই বুঝতে পারলেও, প্রকাশ্যে বলার সাহস করেননি কেউ কেউ।