promotional_ad

এপ্রিল সেরার দৌড়ে মিরাজের সঙ্গী মুজারাবানি-সিয়ার্স

এপ্রিল সেরার দৌড়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গী ব্লেসিং মুজারাবানি ও বেন সিয়ার্স, আইসিসি
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারের পাশাপাশি এপ্রিলের সেরা হওয়ার দৌড়ে আছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মিরাজ। ২৭ বছর বয়সী মিরাজ দুই টেস্টেই দুর্দান্ত ফর্মে ছিলেন। সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনি বল হাতে চমৎকার নৈপুণ্য দেখান, যেখানে পরপর দুই ইনিংসে পাঁচ উইকেট করে শিকার করেন।


আরো পড়ুন

পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ

১০ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

প্রথম ইনিংসে ৫২ রানে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রানে পাঁচ উইকেট নিয়ে তিনি স্বাগতিকদের লড়াইয়ে রাখেন। যদিও শেষ পর্যন্ত জিম্বাবুয়ে তিন উইকেটে ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় টেস্টটিতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও জ্বলে ওঠেন মিরাজ।


প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করার পর, মিরাজ ব্যাট হাতে দৃঢ়তা দেখান। ১৬২ বলে ১০৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করান। বাংলাদেশ করে ৪৪৪ রান। এরপর বল হাতে আবারো জ্বলে ওঠেন মিরাজ।


জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন মাত্র ৩২ রান খরচায়। যার ফলে চট্টগ্রামে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে বিশাল জয় পায় এবং সিরিজ ১-১ এ সমতায় শেষ করে। এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মিরাজ এপ্রিল মাস শেষ করেন দুই টেস্টে ৩৮.৬৬ গড়ে ১১৬ রান ও ১১.৮৬ গড়ে ১৫ উইকেট নিয়ে।


promotional_ad



আরো পড়ুন

২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’

১১ ঘন্টা আগে
বাংলাদেশ ‘এ’ দল, ক্রিকফ্রেঞ্জি

এই সিরিজে ২৮ বছর বয়সী পেসার ব্লেসিং মুজারাবানি ছিলেন দুর্দান্ত। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৫০ রান খরচায় তিন উইকেট নেন তিনি এবং দ্বিতীয় ইনিংসে ৭২ রান খরচায় নেন ছয় উইকেট। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধ্বংস নামিয়ে আনেন তিনি।


তার বোলিংয়েই জিম্বাবুয়ে ম্যাচ জেতে তিন উইকেটে, আর মুজারাবানি হন ম্যাচসেরা। পুরো সিরিজে ১০ উইকেট তুলে নিয়ে তিনি ছিলেন জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারি, গড় মাত্র ২০.৫০।


মাস সেরার দৌড়ে থাকা নিউজিল্যান্ডের ২৭ বছর বয়সী পেসার বেন সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন অসাধারণ ফর্মে।


হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতে ৫৯ রান খরচায় পাঁচ এবং মাউন্ট মঙ্গানুইতে তৃতীয় ওয়ানডেতে ৩৪ রান খরচায় পাঁচ উইকেট নেন।


টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলেন সিয়ার্স। নিউজিল্যান্ড সিরিজ জেতে ৩-০ ব্যবধানে। পুরো সিরিজে সিয়ার্স নেন ১০ উইকেট। গড় মাত্র ৯.৩০, ইকোনমি রেট ছিল ৫.০৭। পাশাপাশি সিরিজসেরার পুরষ্কারও জিতে নেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball