বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না পাকিস্তান

ছবি: পাকিস্তান নারী ক্রিকেট দল

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা কিংবা অন্য কোনো প্রতিনিধি যোগ দিতে ভারতে যাচ্ছেন না। ধারণা করা হচ্ছে পাকিস্তানের অনুপস্থিতির কারণ দুই দেশের রাজনৈতিক সম্পর্ক।
ফখরকে মানুষ প্রাপ্য সম্মান দেয় না, দাবি পাকিস্তান অধিনায়কের
২১ ঘন্টা আগে
আগামী তিন বছরে পাকিস্তান ও ভারত একে অপরের দেশে গিয়ে কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবে না। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যায়নি ভারত। ফলে পাকিস্তানও তাদের পাল্টা শর্ত জুড়ে দিয়েছিল। সেই শর্তেই তারা আগামী ৩ বছর ভারতে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান।

রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারত ২০০৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছিল, তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া ভারত ভূ-রাজনৈতিক পরিস্থিতির ভারত পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়।
শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে দেখছেন আকাশ চোপড়া
৩ ঘন্টা আগে
এর ফলে আসন্ন নারী বিশ্বকাপে সব ম্যাচ খেলবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। যদি তারা ২৯ অক্টোবরের সেমিফাইনাল ও ২ নভেম্বরের ফাইনালে উঠতে পারে, তবে সেই ম্যাচগুলিও কলম্বোতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে।
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে অপরাজিত থেকে পাকিস্তান মূল আসরে জায়গা করে নেয়। কোয়ালিফায়ারের আয়োজক ছিল পাকিস্তান। তারা টানা পাঁচটি ম্যাচ জিতে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে। ভারত ও পাকিস্তানের লড়াই হবে ৫ অক্টোবর।