
রংপুরের সব বোলারকেই আমরা বিশ্বাস করতে পারি: ইফতিখার
টানা দ্বিতীয়বারের মত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। দুবাইকে হারানোর কৃতিত্ব দলের বোলারদের দিচ্ছেন ইফতিখার আহমেদ।