শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান

ফ্র্যাঞ্চাইজি লিগ
শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান
যে কারণে শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান, পিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান সুপার লিগে শাস্তি পেয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের ওপেনার কলিন মুনরো ও মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুজনের বিরুদ্ধেই পিএসএলের আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছে। তাদেরকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মুলতানে পিএসএলের ম্যাচে বুধবার পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমদের একটি ইয়র্কার লেন্থের বল ঠেকিয়ে দেয়ার পর আম্পায়ারের দিকে চাকিংয়ের ইঙ্গিত করেছিলেন মুনরো। তার দাবি ছিল পাকিস্তানের এই স্পিনার যে অ্যাকশনে বল করছেন তা অবৈধ।

এরপর ক্ষুব্ধ ইফতিখার এগিয়ে যান স্কয়ার লেগ আম্পায়ার ক্রিস ব্রাউনের দিকে। মুনরোর অভিযোগের কারণে ক্ষিপ্ত হন রিজওয়ানও। দুজনের মধ্যে তখন কথার লড়াই শুরু হয়। এরপর আম্পায়ারদের হস্তক্ষেপে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ম্যাচ শেষে দুজনকেই শাস্তি পেতে হয়েছে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ইফতিখারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য কোনো শাস্তি পেতে হয়নি মুনরোকে। বরং রিজওয়ানের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানা গুনতে হচ্ছে তাকে। এই ঘটনায় মুনরো ও রিজওয়ান দুজনেরই অপরাধ পেয়েছেন আম্পায়াররা।

এক্ষেত্রে বেঁচে গিয়েছেন ইফতিখার। ম্যাচের পর আম্পায়াররা তার বিরুদ্ধে কোনো বোলিং অ্যাকশনের অভিযোগ তুলেননি। ক্যারিয়ারে এর আগে কখনই বোলিং প্রশ্নবিদ্ধ হয়নি ইফতিখারের। ফলে বোলিং চালিয়ে যেতেও কোনো বাধা নেই পাকিস্তানের এই স্পিন অলরাউন্ডারের।

আরো পড়ুন: মোহাম্মদ রিজওয়ান