
সাকিব-উইলিয়ামসনদের সঙ্গে আরও যারা আছেন কানাডা সুপার সিক্সটিতে
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। তিনি মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। দলটিতে তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটার। অন্যদলগুলোও বেশি পিছিয়ে নেই। পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন কানাডার এই লিগে।