সাকিব-উইলিয়ামসনদের সঙ্গে আরও যারা আছেন কানাডা সুপার সিক্সটিতে

মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে সাকিব আল হাসান
কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। তিনি মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। দলটিতে তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটার। অন্যদলগুলোও বেশি পিছিয়ে নেই। পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন কানাডার এই লিগে।

promotional_ad

খাওয়াজা নাফে থেকে শুরু করে শোয়েব মালিক ও সাইদ আজমলরা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। মালিক ও নাফে খেলবেন হোয়াইটরক ওয়ারিয়র্সের হয়ে, আর স্পিন তারকা আজমলকে দলে নিয়েছে মিসিসাগা মাস্টার্স। ৮ অক্টোবর পর্দা উঠছে কানাডার ১০ ওভারের এই টুর্নামেন্টটি। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।


আরো পড়ুন

কানাডা সুপার সিক্সটিতে মিরাজ-তানজিদের নাম

২০ এপ্রিল ২৫
মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম

কানাডার পশ্চিম উপকূলে ইনডোর ফ্লাডলাইটের নিচে আন্তর্জাতিক তারকাদের খেলতে দেখা যাবে- যা দেশটির ক্রিকেট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ৪২ বছর বয়সী মালিক এই টুর্নামেন্টের অন্যতম সেরা আকর্ষণ। তার অভিজ্ঞতার ঝুলিতে আছে ৫৫৭ ম্যাচে করা ১৩ হাজার ৫৭১ রান, যেখানে রয়েছে ৮৩টি হাফ সেঞ্চুরি।


তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। আজমল, পাকিস্তানের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচিত হন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না অনেকদিন। তবে তার বল হাতে নৈপুণ্য থেমে নেই। এই অফ–স্পিনার ৬৪টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫ উইকেট নিয়েছেন।


খেলেছেন পিএসএল, বিপিএল এবং বিগ ব্যাশ লিগে। তারকা ক্রিকেটারদের মধ্যে আরও আছেন কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজা। তাদের উপস্থিতি নিশ্চিতভাবে বাড়তি উন্মাদনা যোগ করবে এই টুর্নামেন্টে।


promotional_ad

কানাডা সুপার সিক্সটির ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-


আরো পড়ুন

এসএ টোয়েন্টির নিলামে থাকা ১৪ বাংলাদেশির তালিকা প্রকাশ

১ সেপ্টেম্বর ২৫
মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান

হোয়াইটরক ওয়ারিয়র্স: ডেভিড মালান, ক্রিস লিন, শোয়েব মালিক, ঋষি ধাওয়ান, খাওয়াজা নাফে, পিটার সিডল, জো ক্লার্ক, জ্যাক জার্ভিস, আলী শেখ, তাজিন্দর সিং ধিলন, কালীম সানা, নিকোলাস কির্টন, সুখজিন্দর সিং, অজয়বীর হুন্ডাল ও হারমান বাহিয়া।


টরন্টো সিক্সার্স: রহমানউল্লাহ গুরবাজ, অ্যালেক্স হেলস, জেসন রয়, ড্যান ক্রিশ্চিয়ান, ওয়াকার সালামখিল, ড্যানিয়েল স্যামস, মার্ক ওয়াট, মনপ্রীত সিং, বাস ডি লিড, নওয়াব সিং, শিভম শর্মা জুনিয়র, নবনীত ধালিওয়াল, শিভম শর্মা ও জগমন্দীপ পল।


ব্রাম্পটন ব্লিটজ: কুইন্টন ডি কক, রিচার্ড গ্লিসন, মার্টিন গাপটিল, উইল স্মিড, পীযূষ চাওলা, রোলফ ভ্যান ডার মারওয়ে, ডেভিড ভিসে, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, দিলন হেইলিগার, হার্শ ঠাকুর, যুবরাজ সমরা, ঋশিভ জোশি ও অনুপ চিমা।


মন্ট্রিয়াল টাইগার্স: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।


ভ্যানকুভার কিংস: মঈন আলী, ডোয়াইন প্রিটোরিয়াস, ক্রিস উড, রাসি ভ্যান ডার ডাসেন, ম্যাক্স চু, বালতেজ সিং ধান্ডা, ম্যাককেনি ক্লার্ক, ওবুস পিয়েনার, ইমাল জুওয়াক, নওমান আনোয়ার, রবিন্দ্রপল সিং, জাসকরণ বাট্টার, কনওয়ারপাল তাথগুর, গুরবাজ বাজওয় ও তেজিন্দর সিং।


মিসিসাগা মাস্টার্স: সিকান্দার রাজা, ইমরান তাহির, রবি বোপারা, জর্জ কার্টন, লিউস ডু প্লয়, সাঈদ আজমল, শুভম রঞ্জনে, রুশিল উগারকার, আলী খান, হামজা তারিক, রায়ান পাঠান, জাহিদ শিরজাদ ও দিলরাজ ডোয়েল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball