টি-টোয়েন্টির পর ওয়ানডে খেলতে চান বুলবুল

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল

এবার বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন ওয়ানডে ইনিংস খেলতে চান। মূলত যেসব কাজ শুরু করেছেন সেগুলো বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে। তাই সেই ধারা অব্যাহত রাখতেই নির্বাচনে লড়াইয়ের কথা ভেবেছেন তিনি।
অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন
১ সেপ্টেম্বর ২৫
বুলবুল বলেছেন, 'টেস্ট বা টি-টোয়েন্টি খেলা... আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার। সেটা এখনও শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। আর যদি কন্টিনিউ করতে হয় টি-টোয়েন্টি থেকে ফিফটিতে যাবো।'

জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়নে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছিলেন বুলবুল। এরপর তিনি বোর্ড সভাপতি নির্বাচিত হন। এবার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনোও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কথা হয়নি বলে জানালেন বুলবুল।
বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বুলবুল
১৬ ঘন্টা আগে
তিনি বলেন, 'আমার সঙ্গে এনএসসির এখনও কোনো আলোচনা হয়নি। আমি শুধু এটা প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করবো। আমি জানি না এখনো কীভাবে করব। আমি যে কাজগুলো শুরু করেছিলাম। এগুলো ভালোভাবে এগিয়ে চলেছে। মনে হচ্ছে এই কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। কারা কারা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন? কার গ্রহণযোগ্যতা বেশি তা নিয়েই মূল আলোচনা। এমনকি কারা কারা কাউন্সিলর হচ্ছেন তা নিয়েও জল্পনা কল্পনা চলছে। সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভার্চুয়াল সভা।
সেখানে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানেই জানা গিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। বুলবুলের আগে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফলে দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় আছে বিসিবি নির্বাচন।