
মুস্তাফিজ-হৃদয়ে মজেছেন মিসবাহ-মালিক-গুলরা
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে তার বোলিংয়ে মজেছেন শোয়েব মালিক এবং উমর গুলরা।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে তার বোলিংয়ে মজেছেন শোয়েব মালিক এবং উমর গুলরা।
শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারাকে রীতিমতো পাড়ার বোলার বানিয়ে ফ্লিক শট খেলেছেন সাইফ হাসান। বাংলাদেশের চার উইকেটের জয়ের পর সাইফের খেলা সেই শটটি প্রশংসায় ভাসছে। এই শটের ভূয়সী প্রশংসা করেছেন মুরালি কার্তিক।
সাইফ হাসান এবং তাওহীদ হৃদয়ের দারুণ হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ে টাইগারদের উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন আকাশ চোপড়া। যদিও বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা কম বলেই ধরে নিচ্ছেন তিনি।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে লিটন দাসকে রান করতে হবে বলে মনে করেন হার্শা ভোগলে। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়কেও দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে প্রত্যাশা মিটিয়ে পারফর্ম করতে পারছেন না তাওহীদ হৃদয়। কখনো কখনো রান পেলেও টি-টোয়েন্টিসূলভ ব্যাটিং যেন করতেই পারছেন না তিনি। স্বাভাবিক গত কয়েকটা সিরিজের পারফরম্যান্সে প্রশ্ন উঠছে তাঁর ফর্ম নিয়ে। এশিয়া কাপে যাওয়ার আগে সোজাসাপ্টা উত্তরে লিটন জানিয়েছিলেন, হৃদয়ের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন তিনি। যদিও হংকংয়ের বিপক্ষে আরও প্রশ্ন তুলেছে ডানহাতি ব্যাটারের ব্যাটিংয়ের ধরন। নিজের বাজে সময়ের কথা স্বীকার করলেন হৃদয় নিজেও। সেই সঙ্গে এও বললেন, বাংলাদেশের ক্রিকেটে তাঁর হানিমুন পিরিয়ড শেষ।
গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে চলতি মাসের শেষের দিকে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে লিটন দাসরা সংযুক্ত আরব আমিরাতে যাবেন এশিয়া কাপ খেলতে। দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ৬ আগষ্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা। সবাই যখন মিরপুরে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে ব্যস্ত তখন নিজের ফেসবুকে পেজে ইংল্যান্ড ভ্রমণের কয়েকটি ছবি আপলোড করেন তাওহীদ হৃদয়।
ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি করল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়েছিল টাইগাররা। তবে শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হারে লিটন দাসের দল।
আগে ব্যাট করে বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ২০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮ নম্বরে।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দুই দল কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই দুই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে লঙ্কান ক্রিকেট বোর্ডের অভিযোগ তারা চুক্তি অনুযায়ী কাজ করেনি। এমনকি এর ব্যাখ্যা দিতেও ব্যর্থ হয়েছে তারা।
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে একের পর এক নাটকীয়তা হয়েছে। দুই দফায় তা কমানো ও বাড়ানো নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। পরবর্তীতে গাজী গ্রুপের বিপক্ষে আবার নতুন করে নিষেধাজ্ঞা পেলে সুপার লিগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলা হয়নি হৃদয়ের।
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।