আগের ম্যাচের আফগানিস্তানের বিপক্ষে ১৮ রান খরচায় চার উইকেট নেয়া থুসারা যতটা না খারাপ বল করেছেন তার চেয়ে ঢের বেশি ভালো ব্যাট চালিয়েছেন সাইফ। সেই শটই যেন তার ৪৫ বলে ৬১ রানের ইনিংসটির হাইলাইটস।
১৬৯ রান তাড়া করার ইনিংসে সাইফ হাঁকান দুটি চার এবং চারটি ছক্কা। মাঝের দিকে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন তাওহীদ হৃদয়ও। ৩৭ বলে ৫৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন লম্বা সময় ছন্দে না থাকা হৃদয়।
ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক মুরালি কার্তিক এই দুজনের প্রশংসায় বলেন, 'আমরা বেশ কিছু ভালো ব্যাটিং দেখেছি। আপনি তাওহীদ হৃদয়ের কথা বললেন, শুরুতে আবার সাইফ ভালো করেছে। অধিনায়কের কাছ থেকেও ছোট একটা ভালো ইনিংস ছিল। সে অন্তত টেম্পোটা ঠিক রেখেছিল। যখন সব ভালো হচ্ছিল তখন ভুল সময়ে আউট হয়েছে। মাঝের দিকে হৃদয় একটু স্টাক হয়ে ছিল।'
'তখন সাইফ আউট হয়ে যায়। কারণ সে একটু চাপে ছিল। কিন্তু সেখান থেকে সে দায়িত্ব নিয়েছে। প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে। দারুণ ব্যাটিং করেছে। আমার মনে হয় সাইফকে আপনার পুরো কৃতিত্ব দিতে হবে। আগের ম্যাচের হিরোকে সে যেভাবে খেলেছে। বিশেষ করে থুসারার বলে ফ্লিক করে ছক্কা মারাটা দারুণ ছিল।'
কার্তিকের মতে, শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে এই জয় বাংলাদেশের ড্রেসিং রুমে আত্মবিশ্বাস বাড়াবে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নাকানি চুবানি খেয়ে হারের পর সুপার ফোরে টাইগারদের এমন জয় কিছুটা অপ্রত্যাশিতই ছিল তার কাছে।
কার্তিক আরো বলেন, 'হ্যাঁ, অবশ্যই (এই জয় ড্রেসিংরুমের বিশ্বাস বাড়াবে)। আমার মনে হয় তাদের এমন একটা জয় প্রয়োজন ছিল। বিশেষ করে তারা একই গ্রুপে খেলেছে। একই দল যারা তাদেরকে হারিয়েছে। ১৩৮ রান করেছিল এবং তাদের সহজেই জিততে দিয়েছিল। আজকের জয়টা তাদের আত্মবিশ্বাসে ইতিবাচক ইনজেকশন দেয়ার মতো।'
সুপার ফোরে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর আগামী ২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।