
জিম্বাবুয়ের রেকর্ড চুরমার করে ৩৭ ছক্কায় বরোদার ৩৪৯ রান
গেল অক্টোবরেই গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করে বিশ্ব রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। ২০২৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গড়া দেড় মাসও টিকেনি। জিম্বাবুয়ের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে বারোদা। তারা সিকিমের বিপক্ষে ৫ উইকেটে নির্ধারিত ২০ ওভারে তুলেছে ৩৪৯ রান। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রানের রেকর্ড।