জিম্বাবুয়ের রেকর্ড চুরমার করে ৩৭ ছক্কায় বরোদার ৩৪৯ রান

সংবাদ
জিম্বাবুয়ের রেকর্ড চুরমার করে ৩৭ ছক্কায় বরোদার ৩৪৯ রান
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গেল অক্টোবরেই গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করে বিশ্ব রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। ২০২৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গড়া দেড় মাসও টিকেনি। জিম্বাবুয়ের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে বারোদা। তারা সিকিমের বিপক্ষে ৫ উইকেটে নির্ধারিত ২০ ওভারে তুলেছে ৩৪৯ রান। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রানের রেকর্ড।

যদিও এই ম্যাচে ছিলেন না দলটির তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এমনকি ব্যাটিংয়েরই সুযোগ পাননি ক্রুনাল পান্ডিয়া।  ভারতের ঘরোয়া ক্রিকেটে এটাই কোনো দলের টি-টোয়েন্টিতে প্রথম তিনশ পেরুনো ইনিংস। এর আগে সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৭৫ রানের। যা এতদিন দখলে ছিল পাঞ্জাবের।

এই ম্যাচে জিম্বাবুয়ের ছক্কা হাঁকানোর রেকর্ডটিও টেকেনি। গাম্বিয়ার বিপক্ষে ২৭টি ছক্কা হাঁকিয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। আর বরোদার ব্যাটাররা ৩৭টি ছক্কা মেরেছেন। ইন্দোরে এদিন আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার  শাশাত রাওয়াত ও অভিমান্য সিং বিধ্বংসী শুরু এনে দেন দলটিকে।

তারা ৫ ওভারেই তোলেন ৯২ রান। শাশাত করেন ১৬ বলে ৪৩ রান। ১৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন অভিমান্য। এরপর সিকিমের বোলারদের রীতিমতো ঝড় বইয়ে দেন ভানু পানিয়া, শিবালিক শর্মা ও বিষ্ণু সোলাঙ্কি। ৫১ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন পানিয়া।

তার ইনিংস জুড়ে ছিল ১৫টি ছক্কার মার। শিবালিক করেন ১৭ বলে ৫৫ রান। আর সোলাঙ্কির ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৫০। আর তাতেই রেকর্ডের পাতায় নাম উঠে গেছে বরোদার। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান তুলতে পারে সিকিম। ফলে ২৬৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা চতুর্থ সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

আরো পড়ুন: সৈয়দ মুশতাক আলী ট্রফি