১৩ বছরে ৯ শিরোপা জিতেছি, ডেডিকেশন ছিল আবাহনীতেই খেলার: মোসাদ্দেক

আবাহনীর অনুশীলন জার্সিতে মোসাদ্দেক হোসেন
এক যুগেরও বেশি সময় ধরে আবাহনীর হয়ে খেলছেন মোসাদ্দেক হোসেন। শুরুতে দলটিতে অলরাউন্ডারের ভূমিকায় থাকলেও কয়েকন আসর ধরে দলটির নেতৃত্বে আছেন মোসাদ্দেকই। তার নেতৃত্বে একের পর এক শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি।

promotional_ad

এবার মোহামেডানকে হারিয়ে সব মিলিয়ে ঢাকার ক্লাব ক্রিকেটে ২৪তম শিরোপার স্বাদ পেয়েছে আবাহনী। যদিও ২০১২-১৩ মৌসুমে লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর এটি তাদের সপ্তম শিরোপা। এই সময়ের মধ্যে আর কোনো দল একাধিক শিরোপারও স্বাদ পাননি। মোসাদ্দেকের হাত ধরে আবাহনী এ নিয়ে পঞ্চমবারের মত হাট্রট্রিক শিরোপার স্বাদ পেলন।


আরো পড়ুন

ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়

২৯ এপ্রিল ২৫
তামিম ইকবালের সঙ্গে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়ে মোসাদ্দেক বলেছেন, 'আবাহনীর হয়ে শিরোপা জিততে পারা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। আবাহনীর হয়ে এতো বছর খেলতে পারছি, সার্ভিস দিতে পারছি এটাই বড় ব্যাপার। আপনি যখন ভালো খেলতে থাকবেন, জোনের শটগুলো খেলতে পারবেন অবশ্যই এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে। মিঠুন ভাইয়ের যে সাপোর্টটা ছিল সেটা আরও কাজ সহজ করে দিয়েছে।'


promotional_ad

২০১৩ সালে আবাহনীতে যোগ দেয়ার পর তিনি দলটির ঘরের ছেলে হয়ে গেছেন। অনেকে তারকা ক্রিকেটার এলে গেলেও মোসাদ্দেক দলটির চেনা মুখ। দলটির কঠিন সময়েও আবাহনী ছেড়ে যাওয়ার কথা ভাবেননি এই অলরাউন্ডার। সেই কথা নিজেই জানালেন মোসাদ্দেক।


আরো পড়ুন

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে আবাহনীর ২৫ এ ‘২৪’

২৯ এপ্রিল ২৫
হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ঘিরে আছেন আবাহনীর ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

দলের প্রাপ্তিতে স্মৃতিকাতর মোসাদ্দেক বলেছেন, '২০১৩ সালে আবাহনী যোগ দিয়েছিলাম স্পষ্ট মনে আছে। ১৩ বছরে ৯টি শিরোপা জিতেছি। আমিন চেষ্টা করেছিলাম আবাহনীতে থাকার। যখন দল গঠন করাও কষ্ট হয়ে যাচ্ছিল ওই সময়টাতেও ওইসময় আমার সেই ডেডিকেশনটা ছিল যে আমি আবাহনীতেই খেলব।'


টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে মোসাদ্দেক বলেন, 'শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ। তারা আমাকে রাখতে পেরেছে। তারা আমাকে সাপোর্ট করেছে। চ্যাম্পিয়ন হতে পেরেছি এটাই ভালো লাগছে সব মিলিয়ে।পুরো দল ভালো খেলেছে এটাই আমার কাছে বড় ব্যাপার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball