৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা

ছবি: ৩ বছর ধরে জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ, ফাইল ফটো

এক সময় বাংলাদেশ নারী দলের অন্যতম ভরসা ছিলেন রুমানা। তবে কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। ২০২২ সালের জুলাইয়ে এশিয়া কাপে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডেতে মাঠে নামেন এই অলরাউন্ডার। শেষবার টি-টোয়েন্টি খেলেন গত বছরের জুলাইতে।
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের
১৯ এপ্রিল ২৫
সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক খোলা চিঠিতে রুমানা লিখেন, 'বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি। আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিকতা ও বিশৃঙ্খলা আর চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়া দীর্ঘ তিন বছর বাইরে থাকা কোনো রকমের হাস্যকর বিষয় নয়।'

তিনি আরো বলেন, 'আমার রেকর্ডই প্রমাণ করে যে আমি কখনোই অবহেলা করে কিংবা বাজে ক্রিকেট খেলিনি এবং কখনোই কোনো অনৈতিক কাজে জড়াইনি। সিনিয়রিটি কখনোই অভিশাপ হতে পারে না। আমি স্পষ্টভাবে ন্যায়বিচার চাই, তাদের বিরুদ্ধে যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।'
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুমানার। এরপর এক যুগের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৫০টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাটে ও বলে দলের অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন এক সময়।
ওয়ানডেতে ৯৬৩ রান ও ৫০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৮৬৬ রান ও ৭৫ উইকেটের মালিক এই অলরাউন্ডার। বিসিবি অবশ্য এই বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি।