বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ধারাভাষ্য প্যানেলে রমিজ রাজা

ছবি: ফাইল ছবি

এক বছরের বেশি সময় পর আবারও বাংলাদেশে আসছেন তিনি। ২০ জুলাই থেকে মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন রমিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ না করলেও বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে ক্রিকফ্রেঞ্জি। ৬ সদস্যের ধারাভাষ্য প্যানেলেই তিনিই সবচেয়ে বড় তারকা।
ভুল করা বাংলাদেশের রুটিন হয়ে গেছে: রমিজ রাজা
৩১ মে ২৫
রমিজের পাশাপাশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেলও থাকবেন পুরো সিরিজের ধারাভাষ্যে। প্যানেলের বাকি চারজনই বাংলাদেশের। ক্রিকেট ছেড়ে দেয়ার পর লম্বা সময় ধরেই জনপ্রিয়তার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন আতহার আলী। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের সাবেক ব্যাটারের।

খাবার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা
৩ ঘন্টা আগে
এ ছাড়া শামীম চৌধুরি, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমিও আছেন ধারাভাষ্য প্যানেলে। সাম্প্রতিক সময়ে নতুন ধারাভাষ্য তৈরিতে কাজ করছে বিসিবি। দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিতই সুযোগ দেয়া হচ্ছে নতুনদের। তাদের সবার মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সমন্বয় ও মাজহার। তাদের দুজনেরই ইতোমধ্যে আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে।
২০ জুলাই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। মাসখানেক আগে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলেও কদিন আগে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।