রাতুলের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের এক উইকেটের জয়

ফাইল ছবি, ক্রিকফ্রেঞ্জি
ইকবাল হোসেন ইমন যখন ফিরলেন তখনো বাংলাদেশের প্রয়োজন ২০ রান, হাতে এক উইকেট। অলরাউন্ডার সামিউন বশির রাতুলের সঙ্গে ছিলেন স্বাধীন ইসলাম। বোলিং উইকেটে কাজটা একেবারেই সহজ ছিল না তাদের জন্য। তবে আক্রমণাত্বক ব্যাটিংয়ে কাজটা সহজ করেছেন সামিউন। স্বাধীনের সঙ্গে ৯ বলে ২০ রানের জুটির সবটাই এসেছে তাঁর ব্যাট থেকে। ৩৮ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয় নিশ্চিত করেছেন সামিউন।

promotional_ad

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র এক উইকেটে হারিয়েছেন বাংলাদেশের যুবারা। সফরকারীদের জয়ের ভিতটা অবশ্য গড়ে দিয়েছেন পেসার আল ফাহাদ, সামিউন ও স্বাধীন। তাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। সহজ লক্ষ্য তাড়ায় অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় বাংলাদেশকে। তবে পথ না হারিয়ে জয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করেছেন আজিজুল হাকিম তামিমরা।


আরো পড়ুন

অভিষেক রাঙিয়ে রাতুলের ৫ উইকেট, জিতল রূপগঞ্জ

২৫ মার্চ ২৫
অভিষেকেই রাতুলের ৫ উইকেট, ক্রিকফ্রেঞ্জি

হারারে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য ১২৯ রান তাড়ায় বাংলাদেশকে দারুণ শুরু এনে দেয়ার চেষ্টা করেন জাওয়াদ আবরার। যদিও ঝড় তোলার চেষ্টা করা ডানহাতি ওপেনারকে বেশিক্ষণ টিকতে দেননি বুয়ান্দা মাজোলা। ইনিংসের দ্বিতীয় ওভারে ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন জাওয়াদ। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দ থাকা তরুণ ওপেনার আউট হয়েছেন ৩ চার ও এক ছক্কায় ৯ বলে ২০ রান করে।


তিনে নেমে সুবিধা করতে পারেননি আজিজুল হাকিম। পেসার বেসনের বলে ফেরার আগে ৫ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। ওপেনার রিফাতও বেগও আউট হয়েছেন ৫ রানেই। ছন্দে থাকা রিজান হোসেনও জ্বলে উঠতে পারেননি। ফরিদ হাসান ফয়সাল, মোহাম্মদ আব্দুল্লাহ ফিরে গেলে ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে ফাহাদকে নিয়ে জুটি গড়েন সামিউন রাতুল।


promotional_ad



আরো পড়ুন

৫ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের যুবারা

২২ জুলাই ২৫
বিসিবি

তারা দুজনে মিলে ৩১ রান যোগ করেন। ১১ রান করা ফাহাদ আউট হলে ভাঙে জুটি। সামিউন রাতুলের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে অবদান রাখার চেষ্টা করেছেন ইকবাল হোসেন ইমন, দেবাশীষ সরকারও। তবে শেষের জুটিতে স্বাধীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ৪৫ রানে অপরাজিত থাকা রাতুল। সাউথ আফ্রিকার হয়ে বেসন চারটি ও মাজোলা চারটি উইকেট নিয়েছেন।


আগে ব্যাটিং করে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকার যুবারা। টপ অর্ডার ও মিডল অর্ডাররা সুবিধা করতে না পারলেও লোয়ার অর্ডারে পল জেমস ২৬, আরমান মানাক ২৬ ও ড্যানিয়েল বোসম্যান ২৪ রান করেন। বাংলাদেশের হয়ে ফাহাদ একাই নিয়েছেন ৪ উইকেট। দুই স্পিনার রাতুল ও স্বাধীনের শিকার দুটি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ


সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল— ১২৮/১০ (৩৪.৪ ওভার) (আরমান ২৮, পল ২৬, বোসম্যান ২৪; ফাহাদ ৪/৩২, রাতুল ২/১৭, স্বাধীন ২/৫)


বাংলাদেশঅনূর্ধ্ব-১৯ দল— ১২৯/৯ (২৮.৪ ওভার) (জাওয়াদ ২০, আব্দুল্লাহ ১৪, রাতুল ৪৫*; বেসন ৪/৩৩, মাজোলা ৩/৩৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball