গুজবে বিভ্রান্ত হবেন না: তাসকিন

ছবি: তাসকিন আহমেদ, ফাইল ফটো

অভিযোগে বলা হয়েছিল, তাসকিন ফোন করে সৌরভকে ডেকে নেন এবং সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন। শুধু তাই নয়, ভয়ভীতি ও হুমকিও দেন জাতীয় দলের এই পেসার। থানা সূত্রের দাবি, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
সব অভিযোগ মিথ্যা, আমি কাউকে কিছু করিনি: তাসকিন
৪ ঘন্টা আগে
ফেসবুকে তাসকিন লিখেন, 'সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।
'যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)) আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।'

সিমন্সের চাকরি হারানোর গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন মিঠু
৪ ঘন্টা আগে
এর আগে এনিয়ে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, 'মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক।'
কয়েকদিন আগেই তাসকিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের ঘটনায় শিরোনামে এই ক্রিকেটার।