টি-টোয়েন্টিতে ১৬০-১৭০ রান না হলে এমন উইকেটে খেলাই উচিত না: আকরাম

বাংলাদেশ
টি-টোয়েন্টিতে ১৬০-১৭০ রান না হলে এমন উইকেটে খেলাই উচিত না: আকরাম
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আকরাম খান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। শের-ই বাংলা স্টেডিয়ামের লো অ্যান্ড স্লো উইকেটে নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকার মতো দলকেও হারিয়েছে টাইগাররা। তবে এমন পারফরম্যান্সের প্রতিফলন ঘটেনি দেশের বাইরের সিরিজগুলোতে। অনেকেই মনে করেন এমন উইকেটে খেলার ফলে বাংলাদেশ নিজেদের পায়েই কুড়াল মেরেছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর সেই আলোচনা আরও বেগ পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পরও ভালো উইকেটে খেলা না হওয়ার খুশি ছিলেন না টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এই জয় আসন্ন এশিয়া কাপ বা এশিয়া কাপে কতটা কাজে লাগবে সেই ব্যাপারেও সন্দিহান ছিলেন তিনি।

পাকিস্তানের কোচ ও অধিনায়কও মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা করেছেন। এমন উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ না বলেও মন্তব্য করেছিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। এবার তাদের কথার সঙ্গেই সুর মিলিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান। টি-টোয়েন্টিতে ১৬০-১৭০ রান না হলে এই ধরনের উইকেটে না খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

আকরাম মিরপুরের উইকেটের সমালোচনা করে বলেছেন, 'টি-টোয়েন্টিতে অন্তত ১৬০-১৭০ রান না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না। সুতরাং সম্প্রতি আমাদের যে সিরিজটা হয়েছে সেখানে উইকেট ওরকম ভালো ছিল না। হয়তবা আবহাওয়া ও সময়ের জন্য এমন হয়েছে। সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আমাদের আয়ারল্যান্ডের একটা সম্ভাবনা আছে। বাকি যেগুলো আছে সেখানে যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে আমরা ঢাকার বাইরেও ভালোে উইকেট আছে, বেশি রান হয়। পরিকল্পনা এবং চিন্তা করেছি ওইখানেও আমরা খেলাতে পারি।'

সামনেই শুরু হচ্ছে জাতীয় লিগ টি-টোয়েন্টি (এনসিএল টি-টোয়েন্টি)। সেখানে ভালো উইকেটে খেলার আশা প্রকাশ করেছেন আকরাম। জানিয়েছেন ২০ ওভারের এই টুর্নামেন্ট হবে দুটি ভেন্যুতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে খেলার কথা নিশ্চিত করলেও আরেকটি ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন তিনি।

আকরাম বলেন, '১৫ই সেপ্টেম্বর থেকে আমরা ন্যাশনাল টি-টোয়েন্টি লিগ শুরু করতে যাচ্ছি। আমরা দুটি ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজন করার চেষ্টা করছি। এর মধ্যে একটি ভেন্যু হলো চট্টগ্রাম, অন্যটি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে আমরা দুটি ভেন্যুতেই এটি আয়োজন করছি এবং আশা করছি দেশের সব খেলোয়াড় এখানে অংশগ্রহণ করবে।'

আরো পড়ুন: আকরাম খান