‘মেকশিফট ওপেনার’ সাইফের ক্লিন হিটে মুগ্ধ ফারভেজ মাহারুফ

বাংলাদেশ
মেকশিফট ওপেনার সাইফের ক্লিন হিটে মুগ্ধ ফারভেজ মাহারুফ
সাইফ হাসান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে চমকে দিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে টাইগাররা তুলে নিয়েছে চার উইকেটের জয়। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের পর সাইফ হাসান এবং তাওহীদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে এমন জয় তুলে নিয়েছে টাইগাররা।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৮ রান তোলে লঙ্কানরা। দলের 'মেক-শিফট ওপেনার' সাইফের ৪৫ বলে ৬১ এবং হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে এক বল বাকি থাকতেই জিতে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে সাইফকে প্রশংসায় ভাসান ফারভেজ মাহরুফ, 'আমার মনে হয় তাদেরকে কৃতিত্ব দেয়া উচিত। বাংলাদেশ দারুণভাবে তাড়া করেছে। সাইফ হাসান অনেকটা মেকশিফট ওপেনার, আফগানিস্তানের বিপক্ষে তাকে তারা ব্যবহার করেছে। আজকেও সে ভালো ব্যাটিং করেছে। সে যেভাবে ব্যাটিং করেছে এবং ব্যাটিংয়ের শুরুটা করেছে, বেশ কিছু ক্লিন হিটিং ছিল।'

'সে (সাইফ) জানতো নুয়ান থুসারা ফুলার লেংথে বোলিং করবে। সে এটা নিশ্চিত করার চেষ্টা করেছে সে যেন লাইনে থাকে। আপনি যদি তাঁর ব্যাটিং দেখেন তাহলে সে মিডল এবং অফ স্টাম্পে দাঁড়িয়ে খেলছি। সে সবগুলো স্টাম্প কাভার করে খেলেছে এবং নিজের জোনে বল পাওয়ার জন্য অপেক্ষা করছিল। আমার মনে হয় দুর্দান্ত একটা ইনিংস, যা তাদের তাড়া করতে সহায়তা করেছে।'

শ্রীলঙ্কা যখন ১৬৮ রান তোলে তখনই দলটির ভালো সম্ভাবনা দেখেছেন ফারভেজ। যদিও ব্যাটিং উইকেটের সর্বোচ্চ ব্যবহার করেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। এ কারণে দলটিকে প্রশংসায় ভাসান লঙ্কান সাবেক অলরাউন্ডার।

তিনি বলেন, 'আমরা ভেবেছিলাম ১৬৮ বেশ ভালো স্কোর। আমরা আগের ম্যাচেও দুবাইয়ের উইকেট দেখেছি। তবে আজকের উইকেটটা বেশ ভালো ছিল। হ্যাঁ, বেশ কয়েকটা ডেলিভারিতে টার্ন এবং বাউন্স পেয়েছে। আমার মনে হয় উইকেট অনেকটা হেল্প করেছে।'

সাইফ হাসান ফিরলেও টাইগারদের রানের চাকা সচল ছিল মূলত হৃদয়ের ব্যাটে। মাহমুদল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতই তিনি ফিনিশিং টেনেছেন বলে উল্লেখ করেন ফারভেজ।

তিনি বলেন, 'শেষটা করেছে তাওহীদ হৃদয়। এই কাজটা আমরা তাকে অনেকবার করতে দেখেছি। সে অনেকটা মাহমুদল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আগে যেভাবে অ্যাঙ্কর রোল প্লে করেছে সেটাই করেছে। হৃদয় যেভাবে শেষ করেছে যেকোন বাংলাদেশি সমর্থকদের জন্য ভালো ব্যাপার।'

'হৃদয় বেশ অ্যাগ্রেসিভ ক্রিকেটার। আমার মনে হয় সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা মিডল অর্ডারে আধিপত্য দেখিয়েছে এবং হৃদয় সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে শামীম হোসেনের কথাও বলতে হবে।'

আরো পড়ুন: ফারভেজ মাহারুফ