ভারতকে হারাতে হলে বাংলাদেশকে সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে: আকাশ

বাংলাদেশ
ভারতকে হারাতে হলে বাংলাদেশকে সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে: আকাশ
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি মাঠে নামছে বাংলাদেশ। কাগজে-কলমে এবং পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে ভারত। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেই আগ্রাসী মনোভাব ভারতের বিপক্ষে ধরে রাখতে পারলে ইতিবাচক ফলাফল আনা সম্ভব বলে মনে করছেন আকাশ চোপড়া।

২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচের পরদিনই আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশের জন্য সহজ হবে বলছেন আকাশ। ভারতের সাবেক এই ওপেনারের মতে, সেই ম্যাচে তাকিয়ে না থেকে ভারতের বিপক্ষে ইতিবাচক খেলা উচিত লিটন দাসের দলের।

আকাশ বলেন, 'বাংলাদেশকে তাদের সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশের এই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে যে তারা শ্রীলঙ্কার সাথে যা করেছে, তা ভারতের সাথেও করতে পারবে। এই টুর্নামেন্টে তাদের ইতিমধ্যেই কিছু উজ্জ্বল খেলোয়াড় রয়েছে। তারা প্রায় বাদ পড়ার দোরগোড়া থেকে এখানে এসেছে। পয়েন্ট টেবিলে যদি ভারত এক নম্বরে থাকে, তাহলে তারা দুই নম্বরে।'

'বাংলাদেশের একটি কঠিন সময়সূচী আছে, পরপর দুটি ম্যাচ, প্রথমে ভারত তারপর পাকিস্তান। তাদের অবশ্যই সবকিছু ঝেড়ে ফেলে বলতে হবে, হ্যাঁ, পাকিস্তানকে হারানো সহজ হতে পারে কিন্তু এটাই সেই খেলা যা আমাদের জিততে হবে। অন্যথায় ৪০ ঘণ্টার মধ্যে আরেকটি খেলা আছে তাদের জন্য তা সহজ হবে না।'

এই ম্যাচে বাংলাদেশ দলে তিনজন স্পিনার চান আকাশ। নাসুম আহমেদ এবং শেখ মেহেদীর পাশাপাশি রিশাদ হোসেনকে দলে চান তিনি। মূলত দুবাইতে স্পিন বান্ধব উইকেট দেখেই এমনটা চান আকাশ।

আকাশ বলেন, 'দুবাইয়ের বর্তমান পরিস্থিতির জন্য, আমার মনে হয় শরিফুল ইসলামের পরিবর্তে রিশাদ হোসেনের জায়গা করা উচিত। রিশাদ শেষবার যখন ভারতের বিরুদ্ধে বল করেছিল বা খেলেছিল, সাঞ্জু স্যামসন তাকে এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছিল।'

'এটি একটি স্পিন-বান্ধব আক্রমণ হতে হবে যেখানে আপনার কাছে বাঁ-হাতিদের জন্য মেহেদী আছে, আপনার কাছে নাসুম আছে যে অভিষেক না থাকলে আসলে বল করতে পারে এবং তারপরে রিশাদ। হয়তো পরিস্থিতি হায়দ্রাবাদে আমরা যা দেখেছিলাম তার থেকে কিছুটা ভিন্ন যেখানে তাকে খুব মার খেতে হয়েছিল। সুতরাং তিনজন স্পিনার চাই বাংলাদেশ দলে।'

আরো পড়ুন: আকাশ চোপড়া