এশিয়া কাপে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা সাত, ইকোনমি রেট ৭, আর গড় ১৫। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পেছনে বড় ভূমিকা আছে এই পেসারের। হার্শা অবশ্য মুস্তাফিজের পাশাপাশি তানজিম হাসান সাকিবের প্রতি নিজের অনুরাগের কথাও জানান।
ভারতের এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক বলেন, 'বাংলাদেশের আমার প্লেয়ার টু ওয়াচ আউট হল মুস্তাফিজ। যদি সে ট্র্যাকে থাকে। কারণ ও আবার ভালো বল করতে শুরু করেছে। একটা সময় ছিল যখন ও ভালো বল করছিল না।'
'বাংলাদেশ ওই বোলারটাকে খেলাচ্ছে না যাকে আমি পছন্দ করি, তানজিম। ও ভালো বোলার। বাংলাদেশ তানজিমকে খেলাচ্ছে না কারণ তারা আবার তাসকিনের কাছে ফিরে গেছে। তারা শরিফুলকেও খেলাচ্ছে যে খানিকটা সুইং পায় '
বাংলাদেশের ওপেনিং জুটিতে অবশ্য পরিবর্তন আনতে নারাজ হার্শা। তানজিদ হাসান তামিমের পাশে সাইফ হাসানকেই রাখতে চান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সাইফের ৪৫ বলে ৬১ রানের ইনিংসটি মনে ধরেছে তার। চার নম্বরে তার ভরসা তাওহীদ হৃদয়। বড় ম্যাচে হৃদয়ের ব্যাটে তাকিয়ে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৫৮ করেছিলেন হৃদয়।
হার্শা বলেন, 'বাংলাদেশ মাঝে মাঝে ওপেনার পরিবর্তন করে। শেষ ম্যাচে সাইফ হাসান রান পেয়েছে। ও একজন ইয়ংস্টার যে খেলেছে, তারপর আবার ফিরে এসেছে। আমি কোথাও পড়েছিলাম যে ওকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের একটা টিমেও নেওয়া হয়নি। তারপর ও ফিরে এসেছে, তাই সাইফ হাসান ভালো করেছে। আর তানজিদও। তাই সাইফ আর তানজিদ হয়তো ওপেন করবে। তাই হয়তো ওরা ইমনকে আর খেলাবে না।'
'তাওহীদ হৃদয়ের মিডল অর্ডারে, ওই চার নম্বর পজিশনে ভালো খেলাটা ওদের জন্য খুব বড় ব্যাপার। আর ওরা চাইবে ও ওর প্রতিভাকে একটা বড় দিনে ভালো পারফরম্যান্সে কনভার্ট করুক। তাই দেখতে হবে ওরা এটা করতে পারে কিনা।'