ষোলো জনের স্কোয়াডে 'বাড়তি' ইমরুল!

বাংলাদেশ
ষোলো জনের স্কোয়াডে 'বাড়তি' ইমরুল!
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

সাধারণত ১৫ জন ক্রিকেটারকে বাছাই করেই স্কোয়াড ঘোষণা করে থাকে নির্বাচকরা। কিন্তু ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে দলে রাখা হয়েছে মোট ষোলো জন ক্রিকেটারকে। তবে এর কারণ হচ্ছে ইমরুল কায়েস!

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) মাধ্যমে ফর্মে ফেরা জাতীয় দলের এই ওপেনারের সাম্প্রতিক ইনজুরির কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

স্কোয়াড ঘোষণার পরে 'হোম অফ ক্রিকেট' থেকে তিনি জানান, "এখানে আমাদের পাঁচটা ওয়ানডে আছে। হোমে অনেকদিন পর আমরা চারটা পাঁচটা ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছি।  সেহিসেবে বেশি রেখেছি। ১৬ জন দেওয়ার কারন ইমরুল। 

"ওর ইনজুরির একটা সমস্যা আছে। ওর ফিটনেসের উপর নির্ভর করেই ১৬ জন দেওয়া।  টিম ম্যানেজম্যান্টের প্লান আছে, কোন কন্ডিশনে কিভাবে দল গঠন করবে। সেই হিসেবে আমরা একজন পেসার বেশি নিয়েছি।"

এদিকে ষোলো জনের স্কোয়াড থেকে বাদ পরেছেন দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। তার কাছ থেকে নিজের প্রত্যাশার কথাও জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। 

"অবশ্যই যখনই খেলোয়াড়রা যে কোন ফরম্যাটই খেলুক না কেন, পারফরম্যান্সটাই সবার আগে মূল্যায়ন করা হবে। সেই হিসেবে মনে করি ঘরোয়া ক্রিকেট ওরা অনেকদিন পর খেলতে যাচ্ছে, ওদের পারফরম্যান্স অবশ্যই অন্য খেলোয়াড়দের থেকে অসাধারন হতে হবে।"


আরো পড়ুন: this topic