লিটনকে টেস্ট বিশেষজ্ঞ হিসেবে চান নান্নু

বাংলাদেশ
লিটনকে টেস্ট বিশেষজ্ঞ হিসেবে চান নান্নু
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

দক্ষিণ আফ্রিকা সিরিজে শুরু থেকে শেষ পর্যন্তই দলের সঙ্গে ছিলেন জাতীয় দলের উঠতি উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। সেই সিরিজে দলের হয়ে বেশ কয়েকবার ওপেন করতে দেখা গিয়েছিলো তাকে।

আর সৌম্য সরকারের ফর্মহীনতায় তাকেই তামিম ইকবালের সঙ্গী ভেবে দিয়েছিলো টাইগার সমর্থকরা। দক্ষিণ আফ্রিকায় জ্বলে উঠতে না পারলেও ভালো খেলার ইঙ্গিত দিচ্ছিলেন লিটন।

প্রত্যাশা করার এটাই ছিল আরেক কারণ। তবে আসন্ন ত্রিদেশীয় সিরিজে দল ঘোষণার সময় তাকে উপেক্ষা করেই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাই প্রশ্ন উঠেছে তার বাদ পরা নিয়ে।

তবে লিটনের ব্যাপারে নিজেদের মতামতকে এবার দেশবাসীর সামনে তুলে ধরেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার কথা অনুযায়ী, লিটনকে টেস্ট ফরম্যাটের জন্যই প্রস্তুত করছেন তারা। 

সাংবাদিকদের প্রধান নির্বাচক জানিয়েছেন, "লিটনদাসকে সব সময় আমরা টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করেছিলাম। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ভালো খেলার কারনে আমরা ওকে রেখে দিয়েছিলাম। 

"কারন এখানে আসা যাওয়ার ঝামেলা ছিল, সেই সঙ্গে কন্ডিশনের সঙ্গে থেকে আরও কি???ু শেখার ব্যাপার ছিল এইজন্য রেখে দিয়েছিলাম।  সে সব সময় আমাদের লংগার ভার্সন চিন্তায় আছে। এই কারনে ওকে ব্রেক দেওয়া।"


আরো পড়ুন: this topic