গোয়ায় যাচ্ছেন না জয়সাওয়াল, মুম্বাইয়ের হয়ে খেলতে অনুরোধ

ঘরোয়া
গোয়ায় যাচ্ছেন না জয়সাওয়াল, মুম্বাইয়ের হয়ে খেলতে অনুরোধ
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অধিনায়ক হওয়ার সুযোগ লুফে নিতে মুম্বাই ছেড়ে গোয়ায় যোগ দিতে চেয়েছিলেন যশস্বী জয়সাওয়াল। রঞ্জি ট্রফির আগামী মৌসুমে গোয়ার হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হচ্ছে। পারিবারিক কারণে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বাঁহাতি এই ব্যাটার। মুম্বাইয়ের জার্সিতে খেলার অনুমতি চেয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) মেইলও করেছেন জয়সাওয়াল।

রঞ্জি ট্রফির আগামী মৌসুমে খেলার সুযোগ পেয়েছে গোয়া। এলিট গ্রুপে সুযোগ পেয়েই দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেটারদের দলে নেয়ার চেষ্টা চালাচ্ছে তারা। সেটারই অংশ হিসেবে জয়সাওয়ালকে প্রস্তাব দেয় গোয়া। বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক হওয়ার লোভনীয় প্রস্তাবও দেয় তারা। এমন সুযোগ হাত ছাড়া করতে চাননি তিনি।

অনূর্ধ্ব-১৯ থেকেই মুম্বাই রাজ্য দলের হয়ে খেলছেন জয়সাওয়াল। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনারের। রঞ্জি ট্রফিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৫৩.৯৩ গড়ে ৮৬৩ রান করেছেন তিনি। কয়েক বছর পর খেলার পরই মুম্বাই ছাড়ার সিদ্ধান্ত নেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

আগামী মৌসুম থেকে গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেলতে এমসিএ—এর কাছে এনওসি নিয়েছিলেন জয়সাওয়াল। তবে কয়েক মাসের ব্যবধানে নিজের পুরনো সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। পারিবারিক সিদ্ধান্তের কারণে আবারও মুম্বাইয়ের হয়ে খেলতে অ্যাসোসিয়েশনকে ই-মেইল করেছেন বাঁহাতি এই ব্যাটার।

জয়সাওয়ালের সেই ই-মেইল প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। যেখানে তরুণ এই ওপেনার লিখেছেন, ‘আমার এনওসি প্রত্যাহারের জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আমি অনুরোধ করছি। পরিবারের সঙ্গে আমার গোয়ায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু এখন সেটা হচ্ছে না। এমসিএ—কে অনুরোধ করছি যাতে চলতি মৌসুম থেকে আমাকে মুম্বাইয়ের হয়ে খেলার অনুমতি দেয়া হয়। আগের এনওসি আমি বিসিসিআই কিংবা গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন—কোথায় জমা দিইনি।’

জয়সাওয়াল না গেলেও গোয়ায় যোগ দিয়েছেন অর্জুন টেন্ডুলকার ও সিদ্ধেশ লাডসহ মুম্বাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার। এ ছাড়া আলোচনায় ছিলেন সূর্যকুমার যাদব ও হায়দরাবাদের অধিনায়ক তিলক ভার্মা। তাদের দুজনকে নিয়ে গুঞ্জন তৈরি হলেও ধারণা করা হচ্ছে, সেই আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি।

আরো পড়ুন: যশস্বী জয়সাওয়াল