‘আমার বাংলাদেশি ভাই কোথায়? আমি তোমাকে ভালোবাসি রিশাদ’

ফ্র্যাঞ্চাইজি লিগ
‘আমার বাংলাদেশি ভাই কোথায়? আমি তোমাকে ভালোবাসি রিশাদ’
রিশাদ হোসেন, ফেসবুক থেকে পাওয়া ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পিএসএলে নিজের অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে রাঙিয়েছিলেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচের মতো ধারাবাহিক ছিলেন নিজের দ্বিতীয় ম্যাচেও। দারুণ বোলিং করে জিতিয়েছেন দলকে। আর এতেই দলের মালিক, অধিনায়ক এবং সতীর্থ ক্রিকেটারদের প্রসংশায় ভাসছেন বাংলাদেশি এই লেগ স্পিনার।

লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে সুযোগ পাননি রিশাদ। ডাগআউটে বসে ছিলেন তিনি। সেই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেদের বিপক্ষে হারে লাহোর কালান্দার্স। পরের ম্যাচে লাহোর তাদের পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসের জায়গায় নামায় রিশাদকে।

আর দলের দ্বিতীয় ম্যাচ খেলেই বাজিমাত করেন এই লেগ স্পিনার। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ম্যাচেও বাজিমাত করেন তিনি। রিশাদকে তাই প্রসংশায় ভাসিয়েছেন দলটির মালিক সামীন রানা।

গতকালের ম্যাচ শেষে লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমে দিয়ে রিশাদকে খোঁজ করতে গিয়ে তিনি বলেন, 'আমার বাংলাদেশি ভাই কোথায়? রিশাদ, আমি তোমাকে ভালোবাসি।'

২২ বছর বয়সী এই লেগ স্পিনার ইতোমধ্যেই চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বনে গিয়েছেন। তার মাথায় এখন শোভা পাচ্ছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের স্বীকৃতি ‘ফাজাল মেহমুদ ক্যাপ।’

রিশাদের প্রতি ভরসা রেখে সামীন রানা আরো বলেন, 'তুমি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। আমি বিশ্বাস করি, টুর্নামেন্টের শেষ অব্দি তুমিই সর্বোচ্চ উইকেট শিকারি থাকবে।'

ম্যাচ শেষে রিশাদের ভূয়সী প্রশংসা করেন লাহোর কালান্দার্সের অধিনায়ক পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদিও। ম্যাচ শেষে আফ্রিদি বলেন, 'রিশাদ বাংলাদেশের হয়ে ভালো খেলে এসেছে, সে তাদের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোয় সে দারুণ করছে। সে করাচি কিংসের মিডল অর্ডারকে দাঁড়াতে দেয়নি।'

আরো পড়ুন: রিশাদ হোসেন