কোহলির রেকর্ডের দিনে বেঙ্গালুরুর আরেকটি জয়

ফ্র্যাঞ্চাইজি লিগ
কোহলির রেকর্ডের দিনে বেঙ্গালুরুর আরেকটি জয়
বেঙ্গালুরুর জয়ের পর কোহলির সঙ্গে হাত মেলাচ্ছেন আর্শদীপ সিং, আইপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাঞ্জাব কিংসের পেসার মার্কো জানসেনের ইয়র্কার বল লং অফে পাঠিয়ে এক রান নিলেন বিরাট কোহলি। আর তাতেই হাফ সেঞ্চুরি পূরণ করলেন এই ব্যাটার। তার হাফ সেঞ্চুরির সেঞ্চুরি পূরণ হয়েছে কদিন আগেই। তবে এই হাফ সেঞ্চুরিতে আরেকটি মাইলফলক নিজের করে নিয়েছেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে এই হাফ সেঞ্চুরিতে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি।

কোহলির নামের পাশে এখন ৬৬টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস আইপিএলে। তিনি ছাড়িয়ে গেছেন ডেভিড ওয়ার্নারকে। পাঞ্জাবের বিপক্ষে কোহলি খেলেছেন ৫৪ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস। আর তাতেই বেঙ্গালুরুও ৭ উইকেটের বড় জয় পেয়েছে পাঞ্জাবের বিপক্ষে।

এই ম্যাচে আগে ব্যাট করে ১৫৭ রান করেছিল পাঞ্জাব। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১ রান করেই আউট হন ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে কোহলি দারুণ এক জুটি গড়েন দেবদূত পাডিকালের সঙ্গে। এই দুজনের জুটি থেকে আসে ১০৩ রান। আর তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় বেঙ্গালুরু।

পাডিকাল আউট হয়েছেন ৩৫ বলে ৬১ রান করে। এরপর রজত পাতিদান ফিরে গেছেন ১৩ বলে ১২ রান করে। শেষ পর্যন্ত কোহলিকে সঙ্গ দিয়েছেন ৮ বলে ১১ রান করা জিতেশ শর্মা। পাঞ্জাবের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার ও যুবেন্দ্র চাহাল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাঞ্জাব। দলটির হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৩৩ রান করেছেন প্রাভসিমরান সিং। এ ছাড়া ৩৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন শশাঙ্ক সিং। দলটির আর তিনজন মাত্র ব্যাটার দুই অঙ্ক পেরিয়েছেন।

প্রিয়ানশ আরিয়া ১৫ বলে ২২ রান করে আউট হন। আর জস ইংলিস করেন ১৭ বলে ২৯ রান। পাঞ্জাবকে লড়াইয়ের পুঁজি পেতে শেষদিকে বড় অবদান রেখেছেন জানসেন। তিনি ২০ বলে ২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন সুয়াশ শর্মা ও ক্রুনাল পান্ডিয়া। একটি উইকেট গেছে রোমারিও শেফার্ডের ঝুলিতে।

আরো পড়ুন: বিরাট কোহলি