আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর নিলেন ইমাদ ওয়াসিম

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর নিলেন ইমাদ ওয়াসিম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ইমাদ ওয়াসিম।
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে অলরাউন্ড পারফরম্যান্সে চারটি বাঁচা-মরার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে জয় এনে দিয়েছিলেন ইমাদ ওয়াসিম। এমন পারফরম্যান্সে সবার চাওয়ায় অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। অবসর থেকে ফিরে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি।

যদিও প্রত্যাশিত পারফরম্যান্স করে দেখাতে পারেননি তিনি। যেখানে তিন ম্যাচে তিনটি উইকেট পেয়েছিলেন ইমাদ।বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই তারকা এই অলরাউন্ডার। এদিকে ৮ মাসের ব্যবধানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদ নিজেই।

এ প্রসঙ্গে ইমাদ বলেন, ‘বিশ্বমঞ্চে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সর্বোচ্চ সম্মানের। সবুজ জার্সি পরার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয় ছিল। আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও আবেগ ছিল আমার জন্য শক্তি। উত্থান থেকে পতন, প্রতিটি সময় আপনাদের উৎসাহ আমাকে আমার দেশের জন্য সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন ইমাদ। তিনি বলেন, ‘এই অধ্যায় শেষ হলেও আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবো। নতুনভাবে আপনাদের সবাইকে বিনোদন দিবো। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।’

পাকিস্তানের হয়ে চলতি বছরের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলেছেন ইমাদ। অবসর নেয়ার আগে দেশের জার্সিতে ৫৫ ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে ওয়ানডেতে ৯৮৬ ও টি-টোয়েন্টিতে ৫৫৪ রান করেছেন তারকা এই অলরাউন্ডার। বোলিংয়ে ৫০ ওভারের ক্রিকেটে ৪.৮৮ ইকনোমি রেট ও ৪৪.৪৭ গড়ে ৪৪ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ৬.২০ ইকনোমিতে ইমাদের শিকার ৭৩ উইকেট। 

আরো পড়ুন: ইমাদ ওয়াসিম