শামির বলে বোল্ড হওয়ার পর ব্যাটিং অনুশীলনই করেননি স্মিথ

শামির বলে বোল্ড হওয়ার পর ব্যাটিং অনুশীলনই করেননি স্টিভ স্মিথ, ফাইল ফটো
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পর প্রায় তিন মাস ব্যাট হাতে অনুশীলন করেননি স্টিভ স্মিথ। এই সময়টায় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। ব্যাটিং না করলেও ফিটনেস ট্রেনিংয়ে মনোযোগ দেন অজি এই ব্যাটার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে সম্প্রতি ইংল্যান্ডে দলের অনুশীলনে ব্যাটিং শুরু করেছেন তিনি।

promotional_ad

৪ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে ৭৩ রান করার পর মোহাম্মদ শামির ফুল টসে বোল্ড হন স্মিথ। ওই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। এরপর অস্ট্রেলিয়ার কোনো আন্তর্জাতিক সিরিজ ছিল না। অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল কিংবা কাউন্টিতে খেলার ব্যস্ততায় থাকলেও স্মিথ ছিলেন ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে।


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট

১১ জুলাই ২৫
লর্ডসে টানা তিন ইনিংসেই সেঞ্চৃুরি করলেন জো রুট

সম্প্রতি স্মিথ বলেন, 'এমনিতে বাড়িতে ব্যাট পড়েই ছিল এখানে-সেখানে এবং কখনও কখনও তা তুলে নিয়েছি, ব্যাট করার মতো ভঙ্গি করেছি। কিন্তু সচেতনভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যাটিং অনুশীলন না করতে ও স্রেফ দূরে থাকতে। আমার জন্য এটা ভালো হয়েছে।'


'চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামির ফুল টস মিস করার পর একবারও বলে হিট করিনি। সৌভাগ্যবশত, সবকিছুই দারুণভাবে কাজে লেগে গেছে (ফেরার পর প্রথম অনুশীলনে)। মনে হচ্ছে, খুব ভালোভাবে বিচরণ করতে পারছি। নিজেকে আরও শক্তিশালী মনে হচ্ছে এবং এখন নেমে পড়তে পুরো তৈরি।'


promotional_ad



আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ জুলাই ২৫
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

লম্বা বিরতির পর ব্যাটিংয়ে ফেরাটা নিজের জন্য স্বস্তিদায়ক হয়েছে বলেও জানিয়েছেন স্মিথ। ২০১৪ সালের পর নিজেকে এতটা শারীরিকভাবে ফিট মনে হয়নি বলেও জানান এই ডানহাতি ব্যাটার। নতুন ফিটনেস রুটিনে শরীরের গতিশীলতা বেড়েছে বলে মনে করছেন তিনি।


তিনি বলেন, 'আমার ক্ষেত্রে সাধারণত যেটা হয়, প্রথম হিট ভালো হয়, দ্বিতীয় হিট জঘন্য হয়, এরপর সেখান থেকে ক্রমে ভালো হতে থাকে। কিন্তু এবার প্রথম দুটি হিটই ছিল সত্যিই ভালো এবং আমার মনে হচ্ছিল, এখান থেকে আবার উল্টে না গেলেই হয়।'


ক্যারিয়ার লম্বা করার লক্ষ্যেও এমন প্রস্তুতি কি না—এমন প্রশ্নে সরাসরি উত্তর দেননি স্মিথ, 'এতটা দূরে এখন নিশ্চিতভাবেই তাকাচ্ছি না। প্রতিটি দিন ধরে এগোচ্ছি। যতদিন আমি উপভোগ করছি, ভালো ব্যাটিং করছি এবং দলে অবদান রাখছি, ততদিন আমি বেশ খুশি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball