দলীয় নিয়ম ভেঙেই সফল জাদেজা

ছবি: রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো

এজবাস্টনে চলমান টেস্টের দ্বিতীয় দিনে এই নিয়ম ভেঙেছেন রবীন্দ্র জাদেজা। যদিও তাতে কোনো প্রশাসনিক জটিলতা তৈরি হয়নি। কারণ এই সিদ্ধান্ত ছিল খেলোয়াড়ি দায়বদ্ধতা থেকে নেয়া।
আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল
১৫ জুলাই ২৫
এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে জাদেজা বলেন, 'আমার মনে হয়েছিল, নতুন বল তখনও একদম ফ্রেশ আছে। একটু আগে গিয়ে ব্যাটিং করলে সুবিধা হবে। তাই খেলা শুরুর আগে আমি নেটে গিয়ে কিছু সময় ব্যাটিং করি। এর সুফলও পেয়েছি। লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে পারায় পরের কাজটাও সহজ হয়েছে।'
আগের দিন ৪১ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় দিনে মাঠে গিয়ে ব্যাটিং ঝালিয়ে নিয়েছিলেন বলেই হয়তো গিলের সঙ্গে গড়তে পেরেছেন ২০৩ রানের জুটি। আউট হওয়ার আগে নিজেও করেন ৮৯ রান।

ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ
১৬ জুলাই ২৫
এই পারফরম্যান্সের পেছনে পরিকল্পনা ও কন্ডিশন বোঝার গুরুত্ব ছিল বলে মনে করেন জাদেজা, 'ইংল্যান্ডে ব্যাটিং কখনোই সহজ না। বল সুইং করে, হঠাৎ করে যেকোনো সময় কিছু হয়ে যেতে পারে। যত বেশি সময় উইকেটে থাকা যায়, ততই ভালো।'
ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের দুই ইনিংসেই পতন হয়েছিল ধসের মতো। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই ম্যাচে লোয়ার-মিডল অর্ডারে প্রতিরোধ গড়ার প্রয়োজন ছিল। সেদিক থেকে জাদেজা-গিল জুটি ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। তাদের নৈপুণ্যে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।
জাদেজা বলেন, '২১১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর বড় জুটি গড়া সহজ না। তবে সেটা করতে পেরে ভালো লাগছে। দলের প্রয়োজন মেটাতে পারলে সবসময়ই আত্মবিশ্বাস বাড়ে, বিশেষ করে বিদেশের মাটিতে।'