৩০ রানের নিচে অল আউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক: চেজ

ছবি: আউট হয়ে মাঠ ছাড়ছেন রস্টন চেজ, ফাইল ফটো

ম্যাচটিতে অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ১৭৬ রানের ব্যবধানে। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ২০৪ রান, যা সিরিজের আগের দুই টেস্টের চেয়েও কম। প্রথম টেস্টে তাদের লক্ষ্য ছিল ৩০১ রান, দ্বিতীয়টিতে ২৭৭। তবে আগের দুবারের ব্যর্থতাকেও ছাপিয়ে গেছে এই ইনিংস, যেখানে ১৪.৩ ওভারেই গুটিয়ে যায় পুরো দল।
‘ক্রিকেটাররা ভুল করলে শাস্তি হয় কিন্তু আম্পায়ারদের কিছুই হয় না’
২৮ জুন ২৫
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে চেজ বলেন, 'এটা খুব হতাশাজনক। আমরা বারবার এমন অবস্থায় যাচ্ছি, যেখানে ম্যাচ জেতার সুযোগ থাকে। কিন্তু ব্যাটিংয়ে শেষ ইনিংসে যেন হাল ছেড়ে দিচ্ছি, লড়াই করতে পারছি না। এটা খুবই হৃদয়বিদারক। কারণ আমার মনে হয় আমরা তিনটি টেস্টেই একই কাজ করেছি এবং ভুলগুলো থেকে আমরা কিছুই শিখছি না।'

'৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক। তবে আমি মনে করি উইকেট খুব কঠিন ছিল। আমি বলব না যে পুরোপুরি বোলারদের পক্ষে ছিল, কিন্তু ব্যাটিং করা সত্যিই কঠিন ছিল। এটা সম্ভবত আমার খেলা প্রথম সিরিজ, যেখানে দুই দলের কেউই সেঞ্চুরি করতে পারেনি।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রাসেল
১৬ জুলাই ২৫
শেষ ইনিংসে লক্ষ্য যখন ২০৪, তখন জয়ের প্রত্যাশা করাটাই স্বাভাবিক ছিল। যদিও দ্রুত উইকেট পড়ে যাওয়ায় সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছেন চেজ। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
চেজ আরো বলেন,
'আমি মনে করেছিলাম লক্ষ্যটা বাস্তবসম্মত। উইকেট তখনো ভালো ছিল, ব্যাটিং করার জন্য উপযুক্ত। আগের দুই ম্যাচের মতো না যে বল নিচু হয়ে আসছিল বা অসম বাউন্স ছিল। কিন্তু শুরুতেই যদি স্কোর হয় ১১ রানে ছয় উইকেট, তাহলে সেখান থেকে রান তোলা খুবই কঠিন হয়ে যায়।'