বাংলাদেশকে পাকিস্তান, আর পাকিস্তানকে বাংলাদেশ মনে হচ্ছে কামরানের

ছবি: সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে পারবে পাকিস্তান?, ক্রিকফ্রেঞ্জি

মূলত ঘরের মাঠে বাংলাদেশ দলের সাহসী ক্রিকেট দেখে চমকে গেছেন কামরান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে সাত উইকেটে, ২৭ বল হাতে রেখে। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র আট রানে।
পাকিস্তানকে জেতার সুযোগ দিয়েছে বাংলাদেশ, মনে হচ্ছে কামরানের
৮ ঘন্টা আগে
পাকিস্তানকে চার বল বাকি থাকতেই অল আউট করে। অথচ কয়েকমাস আগে এই বাংলাদেশ দলকেই ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। কামরান এখন সেই ফলাফলের কথা মনে করেও অবাক হচ্ছেন।
কামরান বলেন, 'টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। পাকিস্তান দল কি হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচবে? কিন্তু বাংলাদেশের পুরো চেষ্টা থাকবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার। কারণ তারা এখন দুটি টি-টোয়েন্টি ম্যাচ খুব দারুণ খেলেছে।'
'মনেই হয়নি যে এটা বাংলাদেশ দল। মনে হয়েছে পাকিস্তান দল ওরা, আর বাংলাদেশ দল আমাদের। যেভাবে ওরা ক্রিকেট খেলেছে, যেমন দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এই দলকেই তো পাকিস্তানে হারানো হয়েছিল, তাই না? তিনটি ম্যাচ কিভাবে জিতেছিল?'

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১ ঘন্টা আগে
হোয়াইটওয়াশ এড়াতে না পারলে পাকিস্তান দল অনেক পিছিয়ে পড়বে বলে মনে করেন এই উইকেটরক্ষক। একইসাথে বাংলাদেশ দলের জন্যে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারাটা হবে অসাধারণ কিছুই।
কামরান আরও বলেন, 'তারা কেমন খেলবে, সবাই জেনে গেছে। খুব খারাপ ক্রিকেট খেলেছে। এই আশা ছিল না যে পাকিস্তান দল এই সিরিজ হারবে বাংলাদেশে গিয়ে। এই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে হবে। হোয়াইটওয়াশ হলে পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো হবে না। কিন্তু ভালো হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো হবে, যে সিরিজ জিতেছে পাকিস্তানের কাছ থেকে।'
'এখানে ছেলেদের জন্য, ম্যানেজমেন্টের জন্য, ছেলেদের জন্য এটা ভাবতে হবে যে সম্মানের জন্য হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচতে হবে। এই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততে হবে। হোয়াইটওয়াশ হলে পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো হবে না। কিন্তু ভালো হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো হবে, যে সিরিজ জিতেছে পাকিস্তানের কাছ থেকে।
এদিকে এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেললেও দ্বিতীয় ম্যাচে খেলেননি তাসকিন আহমেদ। বাংলাদেশ নিজেদের সেরা পেসারকে রোটেশন করে খেলাচ্ছে দেখেও হতবাক কামরান।
তিনি বলেন, 'বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা বোলার তাসকিন আহমেদকে রোটেশন পলিসিতে খেলাচ্ছে। আমার মনে হয় এর থেকে বড় অপমান পাকিস্তানের ক্রিকেটের জন্য নেই যে বাংলাদেশের মতো দল এমন ভেবে তাদের খেলোয়াড়দের খেলাচ্ছে। তো এখান থেকে আন্দাজ করুন যে আমরা কোন দিকে যাচ্ছি।'