সাউথ আফ্রিকার জেতা ম্যাচ কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ছবি: নিউজিল্যান্ড ক্রিকেট

১৯৩.৭৫ স্ট্রাইক রেটে ১৬ বলে ৩৩ রান করে ফিরলেন ব্রেভিস। পরের দুই বল থেকে কর্বিন বশ আনতে পেরেছেন ৩ রান। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ছক্কা হাঁকাতেও পারদর্শী লিন্ডে। শেষ দুই বলে যখন ৪ রান প্রয়োজন তখন লং অন থেকে অনেকটা দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচ নেন ড্যারিল মিচেল। শেষ বলে ৪ রানের সমীকরণ মেলাতে পারেনি সেনুরান মুথুসামি। জিততে থাকা ম্যাচ ৩ রানে হেরেছে সাউথ আফ্রিকা। শেষ ওভারে ৩ রানে ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন করেছেন পেসার হেনরি।
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ফিরলেন মিলনে-হেনরি, নেই উইলিয়ামসন
২৭ জুন ২৫
হারারেতে জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্য তাড়ায় সাউথ আফ্রিকাকে দুর্দান্ত এক শুরু এনে দেন লুয়ান ড্রে-প্রিটোরিয়াস ও রেজা হেনড্রিক্স। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছেন ৯২ রান। ইনিংসের দশম ওভারে তাদের জুটি ভাঙেন ব্রেসওয়েল। ডানহাতি স্পিনারের অনেকটা ওয়াইড লাইনের ফুলার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন প্রিটোরিয়াস।

৩৩ বলে হাফ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে। প্রোটিয়াদের রান একশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন আরেক ওপেনার হেনড্রিক্সও। ফকসের স্লোয়ার ডেলিভারিতে পুল করার চেষ্টায় সরাসরি ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়েছেন ৩১ বলে ৩৭ রান করা এই ব্যাটার। পরবর্তীতে টানা দুই বলে রাসি ভ্যান ডার ডাসেন ও রুবিন হারমানের উইকেট হারায় সাউথ আফ্রিকা।
ফিলিপসের চোটে ছুটি কমল ব্রেসওয়েলের
২৫ জুলাই ২৫
দ্রুতই দুই উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন ব্রেভিস ও লিন্ডে। তারা দুজনে মিলে যোগ করেন ৪৩ রান। দলকেও জয়ের পথেও রেখেছিলেন। কিন্তু দুজনের কেউই দলকে জেতাতে পারেননি। প্রোটিয়াদের থামতে হয়েছে ১৭৭ রানে। নিউজিল্যান্ডের হয়ে হেনরি দুইটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন ব্রেসওয়েল, ফক, ডাফি ও অ্যাডাম মিলনে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। এ ছাড়া টিম সেইফার্ট ৩০, মিচেল ১৬ ও ব্রেসওয়েল ১৫ রান করেছেন। সাউথ আফ্রিকার হয়ে পেসার লুঙ্গি এনগিদি দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেট শিকার করেছেন নান্দ্রে বার্গার, কিউনা মাফাকা ও মুথুসামি।