ছেলের সেঞ্চুরির পর নির্বাচকদের ধুয়ে দিলেন ওয়াশিংটনের বাবা

ওয়াশিংটন সুন্দর এবং তার বাবা, ফাইল ফটো
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ড্র'য়ে বিশাল ভূমিকা রাখেন ওয়াশিংটন সুন্দর। তবে এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলে তার অনিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা এম সুন্দর। ছেলেকে নিয়মিত সুযোগ না দেয়ায় নির্বাচকদের সমালোচনা করেছেন তিনি।

promotional_ad

চতুর্থ টেস্টের শেষ দিনে ৮৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। ছয় উইকেট হাতে থাকলেও দিনের খেলা বাকি ছিল ৬৫ ওভারের বেশি। প্রথমবার টেস্টে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২০৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন। রবীন্দ্র জাদেজার (১০৭*) সঙ্গে গড়েন ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি। বল হাতে ম্যাচে দুটি উইকেটও নিয়েছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে ম্যানচেস্টারে ভারতের ড্র

২৭ জুলাই ২৫
বিসিসিআই

ওয়াশিংটনের বাবা এম সুন্দর বলেন, 'ওয়াশিংটন ধারাবাহিকভাবে খুব ভালো করছে। কিন্তু মানুষ তার পারফরম্যান্স এড়িয়ে চলে ও ভুলে যায়। অন্য খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পায়, কেবল আমার ছেলেই পায় না।'


তিনি আরও বলেন, 'ওয়াশিংটনের উচিত চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো পাঁচ নম্বরে নিয়মিত ব্যাট করা এবং টানা পাঁচ থেকে ১০ ম্যাচে সুযোগ পাওয়া। বিস্ময়করভাবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আমার ছেলেকে দলে নেয়া হয়নি। নির্বাচকদের তার পারফরম্যান্স দেখা উচিত।'


promotional_ad



আরো পড়ুন

মাঠ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় গম্ভীর, ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট

১ ঘন্টা আগে
ফোর্টিস লি ও গৌতম গম্ভীর

২০২১ সালের জানুয়ারিতে টেস্ট অভিষেকের পর ওয়াশিংটন খেলে ফেলেছেন ১২টি ম্যাচ। অভিষেকে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে অবদান রেখে ভারতের ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখেন তিনি। এরপর দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল তার।


চেন্নাইয়ে প্রথম টেস্টে অপরাজিত ৮৫ এবং আহমেদাবাদে চতুর্থ টেস্টে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছিলেন ওয়াশিংটন। এম সুন্দর বলেন, 'ওই দুটি ইনিংস সেঞ্চুরিতে শেষ হলেও তাকে বাদ দেয়া হতো। অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের ক্ষেত্রে কি এই ধরনের মনোভাব ধরে রাখা হয়েছে?'


টেস্ট ক্রিকেটে দীর্ঘ বিরতির পর ওয়াশিংটন ফেরার সুযোগ পান গত বছর রঞ্জি ট্রফিতে সেঞ্চুরির পর। এরপর নিউজিল্যান্ড সিরিজে দলে ডাক পান সাড়ে তিন বছরের বেশি সময় পর। চলতি ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে একাদশে রাখা হয়নি তাকে। ওল্ড ট্র্যাফোর্ডে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন এই অলরাউন্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball