ওভালের বৃষ্টি ও ভারতের বিপর্যয় সামলে ৩১৪৯ দিন পর নায়ারের হাফ সেঞ্চুরি

ছবি: ২০১৬ সালের পর টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন কারুন নায়ার

ওভালে টস জিতে বোলিংয়ে নামা ইংল্যান্ডকে দারুণ এক শুরু এনে দেন অ্যাটকিনসন। ইংল্যান্ড সফরের শুরুটা ভালো হলেও সবশেষ কয়েক ইনিংসে রান নেই ইয়াশভি জয়সাওয়ালের ব্যাটে। ম্যানচেস্টারের মতো ওভালের প্রথম ইনিংসেও জ্বলে উঠতে পারেননি তিনি। ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বল আঘাত হানে পেছনের পায়ের প্যাডে। অনফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে জয়সাওয়ালকে ফেরায় ইংল্যান্ড। অধিনায়ক হিসেবে প্রথমবার রিভিউও জেতেন পোপ।
নায়ারের ঝড় থামিয়ে কার্ন শর্মা-স্যান্টনারে মুম্বাইয়ের দিল্লি জয়
১৪ এপ্রিল ২৫
বাঁহাতি ওপেনারকে হারানোর পর ভারতকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন রাহুল ও গিল। তাদের দুজনের জুটি বড় হতে দেননি ক্রিস ওকস। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করার চেষ্টায় ইনসাইড এজ হয়ে বোল্ড হতে হয় রাহুলকে। দারুণ ছন্দে থাকা ভারতীয় ওপেনার ফেরেন ৪০ বলে ১৪ রান করে। সকালের শুরুতেই সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যান গিল। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যেতে গিলের প্রয়োজন ছিল ১১ রান।

জেমি ওভারটনের বলে চার মেরে তাকে ছাড়িয়ে ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের (৭৪৩ রান) মালিক এখন গিল। যদিও রেকর্ড ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অ্যাটকিনসনের লেংথ ডেলিভারিতে কভারে ঠেলে দিয়েই এক রান নিতে চেয়েছিলেন ভারতের অধিনায়ক। তবে সাড়া দেননি সাই সুদর্শন। দ্রুততার সঙ্গে বল কুড়িয়ে সরাসরি থ্রোতে অ্যাটকিনসন স্টাম্প লণ্ডভণ্ড করলে রান আউট হয়ে ফিরতে গিলকে। ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ২১ রানের ইনিংস খেলে।
টেস্টের মাঝেই বুমরাহকে ছেড়ে দিল ভারত
৪ ঘন্টা আগে
পরবর্তীতে নায়ার ও সুদর্শন মিলে জুটি গড়ে তোলার চেষ্টা করেন। যদিও তাদের দুজনের জুটি বড় হয়নি খুব একটা। একপ্রান্ত আগলে রেখে সাবধানী ব্যাটিংয়ের চেষ্টায় থাকা সুদর্শনকে ফিরিয়েছেন টাং। ডানহাতি পেসারের আউট সুইং ডেলিভারিতে এজ হয়ে উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়েছেন। বাঁহাতি ব্যাটারের আউট হয়েছেন ১০৮ রানে ৩৮ রান করে। পুরো ইংল্যান্ড সফরে নিয়মিত রান করলেও ওভালে সুবিধা করতে পারেননি জাদেজা। ৯ রান করে বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন টাংয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
ঋষভ পান্তের চোটে লর্ডস ও ম্যানচেস্টারে কিপিং করেছিলেন ধ্রুব জুরেল। পান্ত ছিটকে যাওয়া ওভালে প্রথমবার একাদশে সুযোগ মেলে তাঁর। সুযোগ পেয়ে ব্যাটিংয়ে শুরুটাও ভালো করেছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৪০ বলে ১৯ রান করে আউট হয়েছেন অ্যাটকিনসনের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে। দিনের খেলা শেষের আগে ইংল্যান্ড সফরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন নায়ার।
জ্যাকব বেথেলের একটু লাফিয়ে ওঠা ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে দিয়ে দুই রান নিয়ে ৮৯ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। সবশেষ ২০১৬ সালে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন তিনি। অর্থাৎ ৩ হাজার ১৪৯ দিন আগে। সেবার অবশ্য ৩০৩ রানে অপরাজিত ছিলেন নায়ার। শেষের দিকে আর কোনো উইকেট না হারিয়ে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেছেন তিনি। ভারতের ২০৪ রানের দিনে দুইটি করে উইকেট নিয়েছেন টাং, অ্যাটকিনসনরা।