ছিটকে গেলেন ওকস

বড় ইনজুরির শঙ্কায় ওকস, ফাইল ফটো
পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন চোটের শিকার হয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। লং অফে করুণ নায়ারের একটি বল বাঁচাতে গিয়ে বাম কাঁধের উপর ভর দিয়ে পড়ে যান তিনি। এতে তার কাঁধ স্থানচ্যুত হয়েছে।

promotional_ad

ওকস সঙ্গে সঙ্গে ব্যথা অনুভব করেন এবং তার বাম হাতটি সোয়েটারের ভিতরে ঢুকিয়ে রেখে মাঠ ত্যাগ করেন। ম্যাচের প্রথম দিনে ভারত করেছে ছয় উইকেটে ২০৪ রান। বৃষ্টির কারণে খেলা হয়েছে ৬৪ ওভার।


আরো পড়ুন

চোট কাটিয়ে ফিরলেন অ্যাটকিনসন

৭ জুলাই ২৫
ফাইল ছবি

দিনের খেলা শেষে গাস অ্যাটকিনসন বলেছিলেন, 'আমি ব্যাপারটা পুরোপুরি জানি না। তবে দেখতে খুব ভালো লাগছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক, সিরিজের শেষ ম্যাচে কেউ চোট পেলে খারাপই লাগে। আমি আশা করি, এটা খুব গুরুতর কিছু নয় এবং যাই হোক, ওকস সবার পক্ষ থেকে পুরো সমর্থন পাবে।'


promotional_ad

এদিকে দ্বিতীয় দিন খেলার শুরুতে জানা গেল, চলমান এই টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার। বাকি সময়টা ইংল্যান্ডের ম্যানেজমেন্টের নজরে থাকবেন তিনি। ওকস ছিটকে যাওয়ায় অবশিষ্ট সময়ে ১০ জন নিয়েই খেলতে হবে ইংল্যান্ডকে।


চলতি টেস্টে এখন পর্যন্ত ১৪ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে লোকেশ রাহুলের উইকেটটি নিয়েছেন ওকস। তবে তার এই চোট ইংল্যান্ডের জন্য বাড়তি দুশ্চিন্তা যোগ করছে। কারণ অধিনায়ক বেন স্টোকসসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইতোমধ্যেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।


বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। প্রথম দিনে ১৯ ওভার বল করে দুটি উইকেট নেয়া অ্যাটকিনসন অবশ্য জানিয়েছেন, ওকস না থাকলেও তিনি বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত।


তরুণ এই পেসার বলেন, 'নিশ্চিতভাবেই আমি সতেজ অনুভব করছি এবং ভালো অবস্থায় আছি। জানি এটা আমার একমাত্র ম্যাচ, তাই প্রয়োজন হলে বাড়তি পরিশ্রম করতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball