আম্পায়ারকে ‘ওয়াইড’ দেখিয়ে শাস্তি পেলেন ডেভিড

আন্তর্জাতিক
আম্পায়ারকে ‘ওয়াইড’ দেখিয়ে শাস্তি পেলেন ডেভিড
অস্ট্রেলিয়ার জার্সিতে টিম ডেভিড
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়ে অনেক ক্রিকেটারই বিভিন্ন সময় বাজে আচরণ করেন। আইসিসির নিয়ম অনুযায়ী যা শাস্তি যোগ্য অপরাধ। এমনই অপরাধের জন্য শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসি এক বিবৃতিতে এই অজি ক্রিকেটারের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করেছে। এই অজি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে।

এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে শাস্তির বিধান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অপরাধের জন্য এই শাস্তি পেয়েছেন ডেভিড।

গত ২৮ জুলাই শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া। পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল মোকাবিলা করার পর ডেভিড দুই হাত প্রসারিত করে হোয়াইডের ইঙ্গিত দেন আম্পায়ারকে।

ডেভিডের ধারণা ছিল বলটি লেগ সাইড দিয়ে বেরিয়ে গেছে। এই ব্যাপারটি ভালোভাবে নেননি মাঠের দুই আম্পায়ার লেসলি রাইফার, জাহিদ বাসারাথ। সেই ম্যাচে ডেভিড ৩০ রান করেন, আর তাতেই ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অজি পেসার বেন ডাওয়ারশুইস।

আরো পড়ুন: টিম ডেভিড