তিনে খেলবেন সাকিব, পাঁচে মাহমুদউল্লাহ!

আন্তর্জাতিক
তিনে খেলবেন সাকিব, পাঁচে মাহমুদউল্লাহ!
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

গত দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে তিন নম্বরে খেলতে দেখা গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতেও তিন নম্বরে খেলতে নামবেন সাকিব। এমনটাই আভাস দিয়েছেন টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

মূলত তিন নম্বরে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সাকিবকেই বেশি পছন্দ সুজনের। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাবেক এই টাইগার অধিনায়ক বলেছেন, 

'এটা আমাদের একটা কনসার্ন ছিল। আমাদের তিন নম্বরে কেউ ফিট হচ্ছিল না, আমরা চাই যে ওখানে কেউ একজন নিয়মিত খেলুক। আমরা অনেক চিন্তা করে দেখেছি যে অভিজ্ঞ কাউকেই এখানে খেলা উচিৎ। আমরা সাকিবকে পছন্দ করেছি এখানে ব্যাট করার জন্য।'

সাকিবকে যেকোনো পজিশনে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন সুজন। তাঁর ভাষায়,  'আমি মনে করি সাকিব খুব আক্রমণাত্মক, সেই সাথে এমন পজিশনে চাই যে যার কিনা কন্ডিশনে নিজেকে চেঞ্জ করার সামর্থ্য আছে। আমরা ঠিক করেছি যে সাকিবকে পর্যাপ্ত সময় দিব তিন নম্বরে।'

সাকিব তিন নম্বরে খেললে সেক্ষেত্রে পাঁচ নম্বরে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ আভাস দিয়েছেন খালেদ মাহমুদ। তিনি বললেন, 'অবশ্যই নম্বর পাঁচে আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে চিন্তা করছি।'

ত্রিদেশীয় সিরিজ দিয়েই দীর্ঘদিন পর জাতীয় দলে আবারো সুযোগ পেয়েছেন আনামুল হক বিজয় এবং আবুল হাসান রাজু। ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স দেখেই তাদের দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সুজন। দুইজনের ফিটনেস নিয়েও যথেষ্ট খুশি তিনি। তাদের কাছে বড় কিছুই আশা করছেন সুজন। এই প্রসঙ্গে তিনি বলছিলেন, 

'তারা দুজনেই ঘরোয়া ক্রিকেটে ভাল করেছে। রাজুর একটা কনসার্ন ছিল ফিটনেস নিয়ে। কিন্তু সে খুব ফিট এখন। তার ফিটনেস নিয়ে আমি খুশি। আর বিজয় তো দুই আড়াই বছর থেকে দারুণ খেলছে। সব ফরম্যাটেই ভাল করছে। ওদের পারফরম্যান্সই ওদের দলে নিয়ে এসেছে। আশা করি যে দুজনেই ভালোভাবে ফিরতে আসতে চাইবে।'

আরো পড়ুন: this topic