শেষদিনের রোমাঞ্চে রংপুর-খুলনার ম্যাচ ড্র

সংবাদ
শেষদিনের রোমাঞ্চে রংপুর-খুলনার ম্যাচ ড্র
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নাটকীয়তার পর ড্র'তে শেষ হয়েছে খুলনা বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচ। শেষ দিনে প্রথম সেশন শেষেই ইনিংস ঘোষণা দেয় খুলনা। সেই সময় তাদের রান ছিল ছয় উইকেটে ১৪৭। রংপুরের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৯ রানের। বাকি দুই সেশনে সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছেও দিন শেষ হওয়ায় তা ছুঁতে পারেনি রংপুর।

জাতীয় ক্রিকেট লিগে সাত ম্যাচে দুটি জয় ও চারটি ড্র'তে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছে রংপুর। সমান ম্যাচে খুলনার জয় দুটি, ড্র চারটি, পয়েন্ট ২৪। শেষ দিন খুলনার হয়ে ৩৯ রান করেন অমিত মজুমদার।

শেখ পারভেজ রহমানের ব্যাটে আসে অপরাজিত ৩১ রান। মুকিদুল ইসলাম মুগ্ধ নেন তিনটি উইকেট। রান তাড়ার সময় একপর্যায়ে অবশ্য রংপুরকে চেপে ধরে খুলনা। পরে ঘুরে দাঁড়ায় রংপুর। ৭ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শেষ করে তারা।

মূলত মেহেদি হাসানের তোপে ১০২ রান তুলতেই ছয় উইকেট হারায় রংপুর। তারপর নবিন ইসলাম ও তানবির হায়দারের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। সপ্তম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

৩২ রান করে নবিন ফিরে গেলে ম্যাচ জমে ওঠে। সেই সময় দিনের খেলা এক ঘণ্টার বেশি বাকি ছিল। যদিও পরের সময়টায় আরিফুল হককে নিয়ে বীরত্ব দেখান তানবির। অবিচ্ছিন্ন জুটিতে ৮১ রান তোলেন এই দুজন।

ফ্লাডলাইট জ্বালিয়ে কয়েক ওভার খেলাও হয়। কিন্তু ফলাফল আসেনি। আটটি চারে ১৩৩ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন তানবির। সাতটি চার ও একটি ছক্কায় ৫২ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন আরিফুল। খুলনার হয়ে ৪ উইকেট নেন মেহেদি। প্রথম ইনিংসে খুলনা করে ২৪৪ রান, জবাবে রংপুর করে ১৩৩ রান।

আরো পড়ুন: এনসিএল