রাহুলকে ওপেনিং পজিশন ছেড়ে দিলেন রোহিত

সংবাদ
রাহুলকে ওপেনিং পজিশন ছেড়ে দিলেন রোহিত
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অ্যাডিলেড টেস্টে ইয়াশভি জায়সাওয়ালের সঙ্গে ওপেনিং করবেন লোকেশ রাহুল। এই টেস্টে ফিরলেও রাহুলের জন্য ওপেনিং পজিশন ছেড়ে দিচ্ছেন রোহিত শর্মা। ম্যাচের আগের দিন গণমাধ্যমে তিনি জানিয়েছেন এমনটাই।

পিতৃত্বকালীন ছুটির কারণে পার্থ টেস্টে খেলেননি রোহিত। সেই ম্যাচে জায়সাওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নেমে বেশ সফল ছিলেন রাহুল। প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অলআউট হয়ে যায়। রাহুলের ব্যাটে আসে ২৬ রানের ইনিংস।

এরপর অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করে ইনিংস ঘোষণার আগে ভারত দ্বিতীয় ইনিংসে করে ছয় উইকেটে ৪৮৭ রান। জায়সাওয়ালের সঙ্গে রাহুলের ওপেনিং জুটিতে রান ওঠে ২০১। রাহুলের ব্যাটে আসে ১৭৬ বলে ৭৭ রানের দারুণ একটি ইনিংস।

অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য দিয়ে সেই টেস্টে স্বাগতিকদের ২৩৮ রানে অলআউট করে ভারত। সফরকারীরা ম্যাচটি জিতে ২৯৫ রানের ব্যবধানে। প্রশংসিত হয় জায়সাওয়ালের সঙ্গে রাহুলের ওপেনিং জুটি। 

এবার সেখানে বদল আনছেন না রোহিত। তিনি বলেন, 'লোকেশ ওপেনিংয়ে ব্যাট করবে। আমি মাঝে কোথাও ব্যাটিং করব। এটা আমার জন্য সহজ নয়। তবে এটাই দলের জন্য সেরা সিদ্ধান্ত।'

‘রাহুল যেভাবে জায়সওয়ালের সঙ্গে প্রথম টেস্টে ওপেন করেছে, সেটা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাছাড়া ভারতের বাইরে রাহুল এতদিন যেভাবে ব্যাট করে এসেছে তাতে ওরই এটা প্রাপ্য। আমি মিডল অর্ডারে ব্যাট করব।'

সিরিজের প্রথম টেস্টটি জিতে বোর্ডার- গাভাস্কার ট্রফিতে এরই মাঝে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলত হলে এই সিরিজ জয়ের বিকল্প নেই রোহিতের দলের সামনে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারের কারণেই সিরিজ শুরুর আগে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত।

আরো পড়ুন: রোহিত শর্মা